ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চাঙ্গা বাজারেও ধুঁকছে বস্ত্র খাতের ৪ কোম্পানি

প্রকাশিত: ০৪:১৪, ১৩ মার্চ ২০১৭

চাঙ্গা বাজারেও ধুঁকছে বস্ত্র খাতের ৪ কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ চাঙ্গা বাজারেও বস্ত্র খাতের ৫ কোম্পানির শেয়ার কিনে লোকসানে বিনিয়োগকারীরা। অন্যান্য কোম্পানিগুলোর দর বাড়লেও লোকসানে পড়েছেন কোম্পানিটির আইপিও বিজয়ীসহ সেকেন্ডারি মার্কেটের ক্রেতারা। বর্তমানে সব কোম্পানির শেয়ারের দর অবস্থান করছে অভিহিত দরের নিচে। ফলে কাঙ্খিত দরে এসব শেয়ারের ক্রেতা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। দিনের পর দিন তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এই চারটি কোম্পানি হচ্ছেÑ ঢাকা ডাইং, দুলামিয়া কটন, মেট্রো স্পিনিং এবং ম্যাকসন স্পিনিং। সর্বশেষ কোন লভ্যাংশ না দেয়ায় এ থেকে জেড ক্যাটাগরিতে নেমে এসেছে কোম্পানিগুলো। আর্থিক বিবেচনায়ও অন্য কোম্পানিগুলোর চেয়ে এসব কোম্পানি পিছিয়ে রয়েছে। দায়দেনায় ভরপুর এসব কোম্পানির মধ্যে এক বছরের ব্যবধানে ঢাকা ডাইংয়ের লোকসান হয়েছে প্রায় ২৯ কোটি টাকা। ফলে কমে গেছে শেয়ারের দরও। বর্তমানে এ শেয়ার ৮ টাকা থেকে ৮ টাকা ৫০ পয়সার মধ্যে লেনদেন হচ্ছে। গত এক বছরের মধ্যে সর্বনিম্ন ৬ টাকা ৬০ পয়সা থেকে ১৪ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। অন্যদিকে এই খাতের ম্যাকসন স্পিনিং আগের বছরের তুলনায় প্রায় ৩ কোটি টাকা মুনাফা করলেও শেয়ারের চাহিদায় বিনিয়োগকারীদের আগ্রহ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। কোম্পানিটি সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে মুনাফা করেছে ৮ কোটি ৮৪ লাখ টাকা। বর্তমানে এই প্রতিষ্ঠানের শেয়ার কেনাবেচা হচ্ছে ৯ টাকার নিচে। এদিকে এক বছরের ব্যবধানে মেট্রো স্পিনিংয়ের মুনাফা অর্ধেকে নেমে আসায় এ প্রতিষ্ঠানের শেয়ারে আগ্রহ নেই সাধারণ বিনিয়োগকারীদের। ২০১৬ সালে এ প্রতিষ্ঠানটির মুনাফা হয় ১ কোটি ১০ লাখ টাকা। আগের বছর যার পরিমাণ ছিল ২ কোটি ১৮ লাখ টাকা। বর্তমানে এ প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ার ৮ টাকার নিচে লেনদেন হচ্ছে। আর্থিক বিবেচনায় অন্য কোম্পানি দুলামিয়া কটনের মুনাফাও আগের বছরের চেয়ে অনেক কমে গেছে। সর্বশেষ প্রতিষ্ঠানটির লোকসান হয় ২ কোটি ২১ লাখ টাকা। আগের বছর যার পরিমাণ ছিল, ১ কোটি ৮৮ লাখ টাকা।
×