ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লা ছাড়া অন্য নামে বিভাগ মানব না ॥ ড. মোশাররফ

প্রকাশিত: ০৫:৫৭, ১২ মার্চ ২০১৭

কুমিল্লা ছাড়া অন্য নামে বিভাগ মানব না ॥ ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ বিভাগের নাম ‘ময়নামতি’ প্রত্যাখ্যান করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করতে হবে। কুমিল্লা ছাড়া বিভাগের অন্য কোন নাম মানব না। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. মোশাররফ বলেন, আমরা শুনতে পাই, বর্তমান প্রধানমন্ত্রী কুমিল্লার কোন এক ব্যক্তি বা কয়েক ব্যক্তির ওপর ক্ষুব্ধ। তাই তিনি কুমিল্লার নাম মুছে ফেলতে চান। এটা অত্যন্ত অন্যায়। এই অন্যায় যুক্তি কখনও টিকবে না। আজকে যিনি প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী তারা শপথ গ্রহণের সময় বলেছিলেন, রাগ, ক্ষোভ বা বিদ্বেষের বশবর্তী হয়ে কোন কাজ করবেন না। সংবিধানে রয়েছে, প্রধানমন্ত্রী যিনিই হন তিনি সব রকম ক্ষোভ, বিদ্বেষের উর্ধে থেকে সিদ্ধান্ত নেবেন। সুতরাং কোন ব্যক্তির ওপর ক্ষোভের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রী যদি কুমিল্লার নাম মুছে দিয়ে ময়নামতি নামে বিভাগ করেন তাহলে শপথ ভঙ্গ করবেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন। আন্দোলনে নামবে বিএনপিÑ মঈন খান ॥ আলোচনার মাধ্যমে দেশের রাজনৈতিক অচলাবস্থা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন অন্যথায়, সরকারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আন্দোলনে নামবে বিএনপি। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবন মিলনায়তনে তারেক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী নির্বাচনে বিএনপি অবশ্যই অংশ নেবে- মাহবুব হোসেন ॥ আগামী নির্বাচনে বিএনপি অবশ্যই অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, আমাদের নেত্রী গণতন্ত্রের নেত্রী, ভোটের অধিকারের নেত্রী। যুবদলের বিক্ষোভ মিছিল ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। শনিবার দুপুরে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে যুবদল। বিক্ষোভ মিছিল চলাকালে যুবদল নেতারা বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
×