ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দিনভর নারীর সাফল্যগাথার গল্প, প্রদর্শনী ও আলোচনা

প্রকাশিত: ০৫:৪৫, ১২ মার্চ ২০১৭

দিনভর নারীর সাফল্যগাথার গল্প, প্রদর্শনী ও আলোচনা

স্টাফ রিপোর্টার ॥ দিনভর বলা হলো নারী সাফল্যগাথার গল্প। ব্যক্ত হলো সকল প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। নারীর জয়যাত্রার প্রত্যাশায় ছড়িয়ে দেয়া হলো সুরের আলো। প্রদর্শনীর মাধ্যমে শিল্পীর ক্যানভাসে উঠে এলেন আলোর পথ দেখানো কীর্তিমান নারীরা। সেই সঙ্গে ছিল নারীর কর্মপরিধি ও নেতৃত্ববিষয়ক আলোচনা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে রাজধানীর ধানম-ির মাইডাস সেন্টারে চলে আয়োজন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারী বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনার্জিস। প্যানেল আলোচনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ‘দৃষ্টিভঙ্গির রূপান্তর : নারী, কর্ম ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনার মাধ্যমে সূচনা হওয়া আয়োজনের প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বিশেষ অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান। আলোচনায় অংশ নেন চিত্রশিল্পী কনক চাপা চাকমা, বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সুরাইয়া জান্নাত, সমাজকর্মী এ্যারোমা দত্ত, ড. ফেরদৌসী কাদরি, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীসহ অনেকে। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী নিশাত মজুমদার। সঞ্চালনা করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। এদেশের নারীদের মূল্যায়ন করে এ্যারোমা দত্ত বলেন, বাংলাদেশের মেয়েরা হলো মেঘে ঢাকা তারা। তবে সেই মেঘটি ধীরে ধীরে কেটে যাচ্ছে। আর উজ্জ্বল হয়ে দেখা দিচ্ছে তারারা। আমাদের নারীদের এই অর্জনকে ছড়িয়ে দিতে হবে তৃণমূল পর্যায় পর্যন্ত। লড়াই করেই তৈরি করে নিতে হবে নিজেদের পথরেখা। আলোচনা শেষে ‘হার স্টোরি : উইমেন ট্রেইলব্লেজারস’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনীর ছবিগুলোয় সময়ের স্বনামধন্য ১৯ নারীশিল্পী ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন যুগ যুগ ধরে প্রেরণা সঞ্চার করা ১৯ মহীয়সী নারীর জীবন ও কর্ম। প্রতিকৃতির সঙ্গে পথিকৃৎ ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে চিত্রকর্ম সৃজন করেছেন সারিয়া সাগুয়ারো। মহীয়সী নারী জাহানারা ইমামকে চমৎকার করে ক্যানভাসে তুলে এনেছেন দিলারা বেগম জলি। বিপ্লবী নারী ইলা মিত্রের প্রতিকৃতি এঁকেছেন নাজমুন নাহার কেয়া। বিপাশা হায়াতের ক্যানভাসে উঠে এসেছে আঞ্জুমান আরা বেগম। শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের প্রতিকৃতি এঁকেছেন নাজলী লায়লা মনসুর। জননী সাহসিকা সুফিয়া কামালকে চিত্রপটে মেলে ধরেছেন কনক চাপা চাকমা। রোকেয়া সুলতানের ক্যানভাসে একইসঙ্গে মূর্ত হয়েছেন বেগম রোকেয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রদর্শনীটি স্থানান্তরিত হয়ে একই ভবনের ইএমকে সেন্টারে চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। আর্ট ক্যাম্প থেকে সৃষ্ট নিয়ে এ প্রদর্শনীর কিউরেটিং করেছেন ক্যাটরিনা ডন। নারীর সাফল্যের বহুমাত্রিকতা তুলে ধরা এ আয়োজনে গান শুনিয়েছেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী শামা রহমান। সুরের আশ্রয়ে শিল্পী ছড়িয়ে দিয়েছেন মঙ্গলের। শ্রুতিমধুর কণ্ঠে গেয়েছেনÑ আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর/মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে ...। ব্যান্ডদল জলের গানের পরিবেশনা পর্বটি ছিল দারুণ উপভোগ্য। দলটি গেয়ে শোনায় তাদের জনপ্রিয় গান ‘কাগজের নৌকা’ ও ‘বকুল ফুল বকুল ফুল’। এ দলের শোনানো নতুন গানের শিরোনাম ছিল ‘ফুলচাষীর গান’। গানের সঙ্গে ছিল দলটির যন্ত্রসঙ্গীতের পরিবেশনা।
×