ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৬:২৪, ১১ মার্চ ২০১৭

কবিতা

কে দেখালো পথ আ.ফ.ম. মোদাচ্ছের আলী কে দেখালো পথ আমাদের কে দেখালো মুক্তি কে দেখালো স্বাধীনতা কে দেখালো যুক্তি। কে দেখালো পথ আমাদের কে দেখালো পথ কে দেখালো এ দেশটাকে বিজয়েরই রথ। শেখ মুজিবুর নামটি ছাড়া নেই তো আমার কেউ এই নামে হয় স্বাধীনতা সাগর নদীর ঢেউ। নারী জোবায়দা আক্তার চৌধুরী পাহাড় সমান দিয়ে পাড়ি। জীবন যুদ্ধে চলছে নারী প্রতিবাদ করতে গেলে, দাম দিতে হয় অনেক ভারি। ভাঁজে ভাঁজে কষ্ট রেখে সুযোগ দিলে সবই পারি নারী-পুরুষ সম অধিকার দাবি করি আমি নারী। হাতি আব্দুস সালাম কোন প্রাণীটার দাঁত দুটো বেশ দেখতে সাদা মুলো, কান দুটো তার দেখতে যেন মস্তবড় কুলো? আম-কাঁঠাল নয় খুব প্রিয় তার কলাগাছের থোড় তাইতো সে যে খুঁজে বেড়ায় বন বাদাড় ও ঝোড়। চোখ ছোট তার সামনে শুড় বিশাল বড় দেহ সেই প্রাণীটার নামটা কী তা বলতে পার কেহ? বসন্তকাল সোহেল রানা বসন্তকাল এলো ঘুরে ষড়ঋতুর বাংলাদেশে ফাল্গুন এবং চৈত্র মাসে প্রকৃতি যে উঠে হেসে। গাছের কচি ডালগুলো সব ভরে থাকে নতুন পাতায় লেখক-কবি আনন্দেতে লিখতে থাকে মনের খাতায়। গানের পাখি কোকিল ডাকে মনকাড়া সেই মধুর সুরে বসন্তেরই তাপদ্রোহে শীত চলে যায় অনেক দূরে।
×