ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জনদুর্ভোগ প্রভাব ফেলবে কুসিক নির্বাচনে

প্রকাশিত: ০৬:১৬, ১১ মার্চ ২০১৭

জনদুর্ভোগ প্রভাব ফেলবে কুসিক নির্বাচনে

স্টাফ রিপোর্টার ॥ সরু আর ভাঙ্গাচোরা রাস্তা, অপরিকল্পিত ড্রেনেজ ও বর্র্জ্য ব্যবস্থাপনা এমন সব সমস্যা সঙ্গে নিয়েই দিন কাটে কুমিল্লা সিটির দক্ষিণের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড বাসিন্দাদের। যাতে দুর্ভোগের শেষ নেই। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের অন্য এলাকার চেয়ে কম উন্নয়ন হয়েছে দক্ষিণের এই তিনটি ওয়ার্ডে। আর এই বিষয়গুলো, আসছে সিটি নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলেও মত তাদের। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অংশ ছিল চৌয়ারা, দয়াপুর, লক্ষ্মীপুর, কালিকাপুর, মহেশপুর, রাজেন্দ্রপুর, মাটিয়ারা, উলুরচর ও ধনাইতরি এলাকা। যা সিটি কর্পোরেশন গঠনের পর ২৫, ২৬ ও ২৭ নাম্বার ওয়ার্ডের আওতায় আসে। এক সময়ের গ্রামীণ এসব এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগলেও; অনেকটাই নাগরিক সুবিধা বঞ্চিত বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, সরু ও ভাঙ্গাচোরা রাস্তা, অপরিকল্পিত ড্রেনেজ কিংবা বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগে রয়েছেন তারা। নেই খেলার মাঠও। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সিটি কর্পোরেশনের উন্নয়নে সব অঞ্চলকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। এই তিনটি ওয়ার্ডে নিবন্ধিত ভোটার আছেন, ১৪ হাজারের বেশি।
×