ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্লিভলেসে ট্রেন্ড

প্রকাশিত: ০৫:১৬, ১০ মার্চ ২০১৭

স্লিভলেসে ট্রেন্ড

আমাদের দেশীয় সংস্কৃতি স্লিভলেস পোশাক এড়িয়ে চলে। এটার কারণ হচ্ছে, অনেকে মনে করেন এটি অশালীন। তবে আপনি শালীনতা বজায় রেখে পরতেই পারেন স্লিভলেস ব্লাউজ, কামিজ কিংবা ফতুয়া। শাড়ির সঙ্গে হরহামেশাই স্লিভলেস ব্লাউজ পরতে পারেন। আর কামিজ কিংবা ফতুয়ার সঙ্গে পরার সময় একটু খেয়াল করে ম্যাচিং একটা ওড়না দিয়ে নিন, ব্যস। এখন আপনার সারাদিন কাটবে বেশ ফুরফুরে মেজাজে। মনে রাখবেন পোশাক সবসময় আপনার ব্যক্তিত্ব বহন করে। তাই আপনার স্লিভলেস পোশাকটিও যেন আপনার শারীরিক গঠন ও ব্যক্তিত্বের বিরুদ্ধে না যায়। একটু খেয়াল করুন, আপনাদের বলছি। যাদের কাঁধ একটু চওড়া তারা সম্ভব হলে স্লিভলেস এড়িয়ে চলুন। আর স্লিভলেসে সৌন্দর্যের প্রথম আকর্ষণ হচ্ছে হাত। কারণ এ পোশাকে আপনার হাত বেরিয়ে থাকে। তাই আপনার হাত সুন্দর হলে স্লিভলেসে আপনাকে মানাবে ভীষণ। তবে আপনি অবশ্যই বেছে নেবেন সুতি পোশাক। সুতি যেহেতু তাপ শোষণ করে না, তাই সুতি স্লিভলেসই আপনার জন্য উত্তম। তাই বেছে নিন স্লিভলেস টি-শার্ট, কুর্তি, টপস, ফতুয়া, কামিজ আর ব্লাউজ। টিনএজ ও কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েরাই ফতুয়া বেশি পরে। প্রতিদিন বিভিন্ন কাজে ঘর থেকে বের হতে প্রয়োজন আরামদায়ক পোশাক। এজন্য অনেক মেয়েই বেছে নিচ্ছেন ফতুয়া। হালকা কাজ, আরামদায়ক কাপড় আর দামও হাতের নাগালে থাকার কারণে ফ্যাশন সচেতন মেয়েদের দৈনন্দিন পোশাকের তালিকায় স্থান করে নিয়েছে এ পোশাক। বর্তমান চাহিদার বিষয় মাথায় রেখে দেশীয় ফ্যাশন ঘরগুলো তাদের সংগ্রহে রেখেছে বিভিন্ন রং ও ধরনের ফতুয়া। পাশাপাশি কাটছাঁটেও এসেছে ভিন্নতা। তাই খুব সহজেই স্লিভলেস ফতুয়া পরে দৈনন্দিন জীবন অনেক আরামদায়ক করে তুলতে পারেন। অভিজাত শ্রেণীর মধ্যে স্লিভলেস পার্টি ড্রেসের ব্যবহার অনেক আগের। এক সময় গরমে স্বস্তির জন্য ব্যবহৃত হলেও হাল ফ্যাশনে অনেকটাই জায়গা করে নিয়েছে স্লিভলেস কামিজ। কোথায় পাবেন ॥ প্রায় সব ফ্যাশন হাউসে নানা ডিজাইনের নারীদের স্লিভলেস পোশাক পাওয়া যায়। ওয়েস্টার্ন ফ্যাশন হাউস যেমন- ক্যাটস আই, এক্সটাসি, ইয়েলো, লা-রিভে বিভিন্ন কাটিংয়ের স্লিভলেস পোশাক পাওয়া যায়। দেশীয় ফ্যাশন হাউস যেমন- আড়ং, নাগরদোলা, অঞ্জন’স, জেন্টাল পার্কে খুঁজে পাবেন আপনার পছন্দের স্লিভলেস পোশাকটি।
×