ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যাত্রা ও সার্কাসে মুখরিত নড়াইলের লক্ষ্মীপাশা

প্রকাশিত: ০৪:২০, ৯ মার্চ ২০১৭

যাত্রা ও সার্কাসে মুখরিত নড়াইলের লক্ষ্মীপাশা

সংস্কৃতি ডেস্ক ॥ নড়াইল জেলার লক্ষ্মীপাশা গ্রামে ঐতিহ্যবাহী যাত্রাপালা ও সার্কাস প্রদর্শনী চলছে। গত রবিবার স্থানীয় বয়েজ স্কুল মাঠে মাসব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাড. শেখ হাফিজুর রহমান। এ আয়োজনের অন্যতম উদ্যোক্তা বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন-এক সময় গ্রাম বাংলার বিনোদন শিল্প বলতে ছিল যাত্রা ও সার্কাস। এই দুই মাধ্যমকে সুষ্ঠু পরিবেশে আবার গ্রামের মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য মূলত এই আয়োজন। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন ও এলাকার সব শ্রেণী মানুষের সহযোগিতা পাচ্ছেন বলে জানান তিনি। বলাকা শিল্পীগোষ্ঠী ও রংমহল অপেরার যৌথ পরিবেশনায় গতকাল বুধবার পর্যন্ত যে পালাগুলো মঞ্চায়িত হয় সেগুলো হলো ‘আনারকলি’, ‘মানবী দেবী’, ‘নিহত গোলাপ’, ‘কলংকিনী কেন কংকাবতী’ ও ‘ডাইনী বধূ’। আজ বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত মঞ্চস্থ হবে ‘গুরু দক্ষিণা’, ‘দেবী সুলতানা’, ‘মায়ের চোখে জল’, ‘লালন ফকির’ ও ‘নবাব সিরাজউদ্দৌলা’। এসব যাত্রাপালায় অভিনয় করছেন পূর্ণিমা ব্যানার্জি, প্রণব ম-ল, সাধন দাশ, অরুণ, বিণয়, অমল বিশ্বাস টুকু, সুমন, মমতা, রঞ্জিত সন্ধ্যাসহ আরও অনেক জনপ্রিয় যাত্রাশিল্পীরা। আয়োজক জাকির হোসেন জানান, যে সার্কাস দলটি এসেছে তার নাম লাকী সেভেন স্টার। প্রতিদিন বিকেল ৩টা থেকে তিনটি প্রদর্শনী হচ্ছে সার্কাসের। যাত্রানুষ্ঠানের পাশাপাশি সার্কাসের বিভিন্ন খেলাধুলায় সরগরম এখন সবুজে শ্যামলে ভরা লক্ষ্মীপাশা গ্রামটি।
×