ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তুর্কি, রুশ ও মার্কিন সামরিক প্রধানদের বৈঠক

প্রকাশিত: ০৪:০৬, ৯ মার্চ ২০১৭

তুর্কি, রুশ ও মার্কিন সামরিক প্রধানদের বৈঠক

তুর্কি, রুশ ও মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলরা ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বিরুদ্ধে অধিকতর সুষ্ঠু সমন্বয় গড়ে তোলার জন্য এবং লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী বাহিনীর মধ্যে সংঘর্ষ এড়ানোর লক্ষ্যে মঙ্গলবার এক বৈঠকে মিলিত হয়েছেন। খবর এএফপির। তুর্কি চীফ অব স্টাফ হুলুসি আকার, মার্কিন জয়েন্ট চীফ অব স্টাফের চেয়ারম্যান জোযেফ ডালফোর্ড ও রুশ চীফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের মধ্যে এ ধরনের বৈঠক এটিই প্রথম। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সিরিয়া থেকে আইএসকে উৎখাত চেষ্টায় অগ্রগতি অর্জনের প্রেক্ষাপটে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আলতালিয়ায় এ আলোচনা অনুষ্ঠিত হয়। তুরস্ক, রাশিয়া ও যুক্তরাষ্ট্র আইএসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। লড়াইয়ে সিরীয় কুর্দি মিলিশিয়া বাহিনীর জড়িত হওয়ার ব্যাপারে আঙ্কারার বিরোধিতার কারণে দেশগুলোর সমর্থন রয়েছে পৃথক পৃথক শিবিরের প্রতি। সাবেক আইএস ঘাঁটি মানবিজ শহরে মোতায়েন যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসকে (এসডিএফ) প্রত্যাহার করা ছাড়া যদিও আঙ্কারা এর দাবি থেকে সরে গেছে তারপরও শরহটিতে আঘাত হানার হুমকি দিয়েছে তুরস্ক। কুর্দিযোদ্ধা প্রভাবিত এফডিএফ সদস্যদের সন্ত্রাসী বলে নিন্দা করে তুরস্ক। অন্যদিকে, ওয়াশিংটন তাদের সিরিয়ায় সবচেয়ে বেশি ফলপ্রসূ জিহাদীবিরোধী যোদ্ধা বলে মনে করে। মস্কো ও ওয়াশিংটনÑ দুদেশই এ তিন প্রধানের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। রুশ ও সিরীয় প্রশাসন মানবিজ শহরে মানবিক ত্রাণবহর পাঠানো শুরু করলে এ বৈঠক অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়। এসডিএফে লড়াইয়ে প্রধান ভূমিকা রয়েছে ওয়াইপিজিয়ের। আঙ্কারা মনে করে, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এসডিএফের। পিকেকে চাইছে তুরস্কের সংখ্যালঘু কুর্দিদের জন্য আরও অধিকার ও স্বায়ত্তশাসন এবং সংগঠনটি ১৯৮৪ সাল থেকে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে রক্তক্ষয়ী অভিযান চালিয়ে এসেছে।
×