ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক বোতল বাতাস ১৪ হাজার টাকা!

প্রকাশিত: ০৬:০৯, ৮ মার্চ ২০১৭

এক বোতল বাতাস ১৪ হাজার টাকা!

বিশ্বাস করুন আর নাই করুন। আপনি চাইলে ঘরে বসেই সুইজারল্যান্ডের এক বোতল বিশুদ্ধ বাতাস কিনে তা গ্রহণ করতে পারেন। আল্পস পর্বতমালার গোপন জায়গা থেকে সংগ্রহ করা এক বোতল বাতাস পেতে চাইলে আপনাকে গুনতে হবে ১৬৭ ডলার (প্রায় ১৪ হাজার টাকা)। সুইজারল্যান্ডে বসবাসরত জন গ্রিন নামের এক ব্রিটিশ ‘জেনুইন মাউন্টেন এয়ার ফর্ম সুইজারল্যান্ড’ নাম দিয়ে অনলাইনে এই বাতাস বিক্রি করছে। বিক্রির আগে বলা হচ্ছে এটাই পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বাতাস। আরও বলা হচ্ছে সুইজারল্যান্ডের জারমন্ট শহরের এক গোপন জায়গা থেকে এই বাতাস বোতলে ঢোকানো হয়েছে। অনলাইনে বলা হচ্ছে বিশ্বের যে কোন প্রান্তের নারী বা পুরুষ অনায়াসে এই বাতাস গ্রহণ করতে পারে। বিশুদ্ধ বাতাস বিক্রির এই ঘটনা কিন্তু নতুন নয়। ফ্রান্স, রাশিয়া, কানাডা ও চীনের নাগরিকরা দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আসছে। তবে এসব দেশের বাতাসের তুলনায় সুইজারল্যান্ডের এই বাতাস অত্যন্ত দামী। কারণ হিসেবে জন গ্রিনের দাবি সুইজারল্যান্ডের সবকিছুই অনেক দামী। এসব বিবেচনায় এই বাতাসের দামও বেশি রাখা হয়েছে। বাতাস বিক্রির প্রাপ্ত অর্থ থেকে ২৫ শতাংশ দাতব্য কাজে খরচের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। -অডিটি সেন্ট্রাল অবলম্বনে।
×