ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কয়েক দিনের মধ্যেই নতুন জোটের ঘোষণা ॥ এরশাদ

প্রকাশিত: ০৮:৩৯, ৭ মার্চ ২০১৭

কয়েক দিনের মধ্যেই নতুন জোটের ঘোষণা ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দল আজ আওয়ামী লীগ-বিএনপির প্রতি আস্থা রাখতে পারছে না। তাই অনেক রাজনৈতিক দল জাতীয় পার্টির সঙ্গে জোট করার আগ্রহ প্রকাশ করেছে। আমরা কয়েকদিনের মধ্যে নতুন জোটের ঘোষণা দেব। সোমবার জাপার বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইল মধুপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা নুরুল ইসলাম রাজ ও আহসান খান রাজের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মীর জাপায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের মতে দেশে বর্তমানে কোন রাজনীতি নেই। রাজনীতি সীমাবদ্ধ বক্তব্য পাল্টা বক্তব্যের মধ্যে। একজন বলে কেয়ামত পর্যন্ত শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাব না, আরেকজন বলেন নির্বাচনে না আসলে নিবন্ধন বাতিল হবে। অর্থাৎ রাজনীতিতে কথার চালাচালি চলছে। চলছে আক্রমণ আর পাল্টা আক্রমণের সময়।
×