ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে চাঁদা না দেয়ায় ২ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৫:৪৮, ৭ মার্চ ২০১৭

মেহেরপুরে চাঁদা না দেয়ায় ২ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দাবিকৃত চাঁদা পরিশোধ না করায় মেহেরপুরের সোনাপুর গ্রামের দুই ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে চাঁদাবাজরা। সোমবার দুপুরে গ্রামের একটি মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এর আগে রবিবার রাতে গ্রামের একটি চায়ের দোকান থেকে তাদের অপহরণ করা হয়। নিহতরা হলেন- সদর উপজেলার সোনাপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কাঠ ব্যবসায়ী আব্দুল মজিদ (৫৫) ও একই গ্রামের তাফছুদ্দীনের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী আসাদুল ইসলাম (৫০)। স্থানীয়রা জানান, রবিবার রাত পৌনে ১১টার দিকে গ্রামের মজনু মিয়ার চায়ের দোকানে চা পান করছিলেন নিহত দুইজনসহ গ্রামের কয়েকজন। এ সময় ১০/১২ জন অস্ত্রধারী দুই ব্যবসায়ী মজিদ ও আসাদুলকে তুলে নিয়ে যায়। পরে তাদের পরিবারের কাছে মোবাইলে ফোনে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে তারা। কিন্তু নিহতদের পরিবারের পক্ষে এককালীন এত টাকা জোগাড় করা সম্ভব হয়নি। সোমবার দুপুরে কৃষকরা মাঠে কাজ করার সময় একটি তামাক ক্ষেতে মজিদ ও আসাদুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। চাঁদার দাবিতে এ হত্যাকা- নাকি অন্য কিছু তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে বলে তিনি জানান।
×