ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গৃহবধূসহ তিন খুন ॥ চার লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:১৫, ৫ মার্চ ২০১৭

গৃহবধূসহ তিন খুন ॥ চার লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজশাহীতে যুবক, নোয়াখালীতে গৃহবধূ ও টাঙ্গাইলে আরেক যুবক খুন হয়েছে। এছাড়া যশোরে মাদ্রাসা ছাত্র, ভালুকায় বৃদ্ধা ও শরীয়তপুরে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : রাজশাহী ॥ মহানগরীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে বিপ্লব হোসেনকে (২৮) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহতের বড় ভাই আসাদ ওরফে বুলবুল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। নগরীর মতিহার থানার পরিদর্শক মাহবুব আলম জানান, মামলাটির তদন্তও শুরু হয়েছে। তিনি জানান, মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন, নিহত বিপ্লবের সাবেক শ্বশুর হাবিবুর রহমান, হাবিবুরের ছেলে রনি আহমেদ ও তাদের প্রতিবেশী সাইদুর রহমান। হত্যাকা-ের পর সবাই পালিয়ে গেছেন। তাই কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর কাজলা কেডি ক্লাব এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয় বিপ্লব হোসেনকে। বিপ্লব ওই এলাকার এরশাদ আলীর ছেলে। মামলার আসামিদেরও বাড়ি একই এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, রনি ও বিপ্লব দুই বন্ধু ছিলেন। প্রায় আট বছর আগে বিপ্লব ভালবেসে রনির ছোট বোন লিজা খাতুনকে বিয়ে করেন। কিন্তু এই বিয়ে মেনে নেননি রনি। চার বছর আগে বিপ্লব ও লিজার বিচ্ছেদও ঘটে। নোয়াখালী ॥ সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে কহিনুর আক্তার (৩০) নামের গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে মাটি চাপা দিয়েছে স্বামী। খবর পেয়ে শুক্রবার রাতে ইউনিয়নের চরমজিদ গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় স্ত্রী হত্যায় অভিযুক্ত স্বামী মিল্লাতকেও আটক করেছে উপজেলার চরজব্বার থানা-পুলিশ। নিহত কহিনুর আক্তার ও আটক মিল্লাত ভোলা জেলার মনপুরা এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ১৫-২০ দিন পূর্বে কহিনুর আক্তার ও মিল্লাত দম্পতি ভোলা থেকে এসে সুবর্ণচরের চরমজিদ গ্রামে জায়গা কিনে বাড়ি-ঘর করে বসবাস শুরু করে। তারই সুবাদে স্থানীয় প্রতিবেশীরা প্রায় তাদের খোঁজখবর নিতেন। শুক্রবার এক প্রতিবেশী মিল্লাতের বাড়িতে গিয়ে তার স্ত্রী কহিনুর কোথায় জিজ্ঞাসা করে। এ সময় মিল্লাত মুখ ফসকে বলে, স্ত্রীকে হত্যা করেছে। পরে বিষয়টি ওই প্রতিবেশী আশপাশের কয়েকজনকে জানালে তারা ছুটে যায় এবং মিল্লাতকে নজরবন্দী করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়ে প্রথমে মিল্লাতকে আটক করে। পরে তার তথ্যমতে ঘরের ভেতর মাটি পাচা দিয়ে রাখা কহিনুর আক্তারের মরদেহ উদ্ধার করে। টাঙ্গাইল ॥ সদর উপজেলার উত্তর তারুটিয়ায় হারুন খানকে (৩৫) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে পুলিশ উত্তর তারুটিয়ার এলাংজানী নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করে। সে কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের খইলা নয়াপাড়া গ্রামের সামাদ খানের ছেলে। শুক্রবার সন্ধ্যায় হারুন খান বাড়ি থেকে বের হয়। রাতে সে বাড়ি ফিরে না এলে বাড়ির লোকজন বিভিন্নস্থানে তাঁকে খোঁজাখুঁজি করে। শনিবার সকালে সদর উপজেলার এলাংজানী নদীর পাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্নস্থানে কোপানো এবং গলা কেটে হত্যা করা হয়েছে। যশোর ॥ শহরের রেল স্টেশন এলাকার জমাদ্দারপাড়া এলাকা থেকে অজ্ঞাত শিশুর (১১) মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ। তার পোশাক দেখে ধারণা করা হচ্ছে সে মাদ্রাসার ছাত্র। শনিবার সকালে এই মরদেহ রেল লাইনের ধারে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকা পৌর সদরে বটটিলা থেকে শনিবার সকালে পুলিশ অজ্ঞাত নারীর (৫০) লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌর সভার ১ নং ওয়ার্ড ভা-াব বটটিলা বাজারের সামনে রাস্তার পশ্চিম পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। নারীর গলায় মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। পরনে পেটিকোট ও লাল রংয়ের প্রিন্ট মেক্সি ছিল। শরীয়তপুর ॥ গোসাইরহাটে নিখোঁজ হওয়ার তিনদিন পর মেঘনা নদী থেকে ২ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গোসাইরহাট থানা পুলিশ অর্ধ-গলিত লাশ ২টি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় গোসাইরহাট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গোসাইরহাট থানা সূত্র জানায়, জেলার উত্তরাঞ্চল থেকে কতিপয় শ্রমিক গোসাইরহাটের কুচাইপট্টি এলাকায় এসে মাটিকাটার কাজ করছিল। গত ১ মার্চ বুধবার একস্থান থেকে অন্যস্থানে ট্রলারযোগে যাওয়ার সময় পাবনা চাটমোহরের মাহবুবুর রহমান (৩৫) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাফিজুল সরকার (৩০) ট্রলার থেকে মেঘনা নদীতে পড়ে পানির স্রোতে নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান করতে পারেনি আত্মীয়স্বজনরা।
×