ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাষাসৈনিকের বাড়ি ৩৩ বছর পর দখলমুক্ত

প্রকাশিত: ০৪:১৩, ৫ মার্চ ২০১৭

ভাষাসৈনিকের বাড়ি ৩৩ বছর পর দখলমুক্ত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৪ মার্চ ॥ কিশোরগঞ্জের ভাষাসৈনিক প্রয়াত মিছির উদ্দিন আহ্মেদের গ্রামের বাড়িটি প্রায় ৩৩ বছর পর দখলমুক্ত করা হয়েছে। সম্প্রতি গ্রামবাসী ও পুলিশ প্রশাসনের সহায়তায় বাড়িটি দখলমুক্ত করে ভাষাসৈনিকের বাড়ির সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়। ভাষাসৈনিক মিছির উদ্দিন আহমেদের ছেলে সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন জানান, তাদের পরিবার প্রায় ৩৩ বছর আগে করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের বাড়ি ছেড়ে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়ায় আসার পর থেকে স্থানীয় সোহরাব গং নামে একটি ভূমিদস্যু চক্র বাড়িটি দখলের জন্য নানা ষড়যন্ত্র, চেষ্টা চালাতে থাকে। দখলের প্রাথমিক ধাপ হিসেবে বাড়ির মাঝ বরাবর বেড়া দেয়। কিছু স্থাপনাও করে ফেলে। বাড়ির গাছগাছালি কেটে নিয়ে যায়। বাঁশঝাড়টি এক প্রকার উজাড় করে ফেলে। ভিটের মাটি পর্যন্ত কেটে নিয়ে যায়। আব্দুর রাশিদ নামে বাড়ির কেয়ারটেকারকে তাড়াতে তার রান্নার চুলায় মলমূত্র ত্যাগ করা থেকে শুরু করে নানাভাবে অত্যাচার চালায়। ইদানীং বাড়ির সীমানা চিহ্নিত করার জন্য মাপজোক করতে গেলে ভূমিদস্যু চক্রটি বাধা দেয়। এ ব্যাপারে পরিবারটির পক্ষ থেকে করিমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে শুক্রবার পুলিশ ও গ্রামবাসীর সহায়তায় মাপজোকের পর সীমানা চিহ্নিত করে ৩৫ শতাংশের উপরে বাড়িটিতে সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়। একপর্যায়ে ভূমিদস্যু চক্রটি কিছু ভাড়াটিয়া মাস্তান দিয়ে দখল বজায় রাখার চেষ্টা চালায়। পরে গ্রামবাসীর প্রতিরোধের মুখে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বাধ্য হয় চক্রটি। সুন্দরবন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ‘সুন্দরবন বিশ্ববিদ্যালয়’ নামে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা ন্যাপ এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। জেলা ন্যাপের সভাপতি হায়দার আলি শান্তর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল মজিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলি নুর খান বাবুল, জেলা ছাত্রলীগের সহসভাপতি আরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ‘সুন্দরবন বিশ্ববিদ্যালয়’ নামে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন সাতক্ষীরাবাসী দীর্ঘদিন লালন করছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা তা বাস্তবে রূপান্তরের স্বপ্নকে আরও গভীর করেছে।
×