ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছেলের দেয়া আগুনে মাসহ পরিবারের তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৯, ৩ মার্চ ২০১৭

ছেলের দেয়া আগুনে মাসহ পরিবারের তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সদরের পোকখালীর গোমাতলীতে নিজ বাড়িতে ছেলের দেয়া পেট্রোলের আগুনে শেষ পর্যন্ত গর্ভধারিণী মা নূরবানু বেগম (৬৭) মারা গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই ঘটনায় নূরবানুর ছেলে জসিম ও নাতি রিদুয়ান মারা যায়। জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত ২২ ফেব্রুয়ারি রাতে মোঃ রশিদ ভোলাইয়া তার আপন বড় ভাই প্রবাসী জসিমের কক্ষের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়ায় ওই সময় কক্ষের ভেতরে আটকে পড়ে তার মা নূরবানু, ভাবি আশেকুন্নাহার, ভাতিজা রিদুয়ান ও ভাই জসিম। তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে চারজনকে উদ্ধার করে প্রথমে চকরিয়ার মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। সেখানে ২৩ ফেব্রুয়ারি জসিম ও ২৪ ফেব্রুয়ারি রিদুয়ানের মৃত্যু হয়েছে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার মা নূরবানুও ইহকাল ছেড়ে চলে গেলেন। পুলিশ জানায়, মোঃ রশিদ ভোলাইয়া পালিয়ে গেছে।
×