ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবির ৫০তম সমাবর্তন কাল

প্রকাশিত: ০৫:৪৭, ৩ মার্চ ২০১৭

ঢাবির ৫০তম সমাবর্তন কাল

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে ১৭ হাজার ৮শ’ ৭৫ গ্র্যাজুয়েট অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ৮০ কৃতী শিক্ষক ও শিক্ষার্থীকে ৯৪টি স্বর্ণপদক, ৬১জনকে পিএইচডি এবং ৪৩জনকে এমফিল ডিগ্রী প্রদান করা হবে। এটি হবে ঢাকা বিশ^বিদ্যালয়ের ইতিহাসের বৃহৎ সমাবর্তন। এর আগে এত বেশি সংখ্যক গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেননি। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এসব তথ্য জানান। ৫০তম সমাবর্তন অনুষ্ঠান সফল করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি। উপাচার্য বলেন, সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সমাবর্তন দিবস শিক্ষার্থীদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিবসটির জন্য শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে তারা এ্যাকাডেমিক সার্টিফিকেট ও পদক গ্রহণ করে থাকেন অথচ স্বাধীনতা-পূর্ব ও উত্তরকালে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান বন্ধ ছিল। বর্তমানে আবার বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের সংস্কৃতি চালু হয়েছে। এই সংস্কৃতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য জানান, সমাবর্তন অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ বাহালুল হক চৌধুরী ও জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ড. নূর-ই-ইসলাম উপস্থিত ছিলেন।
×