ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আরও ৫ লাখ শ্রমিক ছাঁটাই করছে চীন

প্রকাশিত: ০৪:০৩, ৩ মার্চ ২০১৭

আরও ৫ লাখ শ্রমিক ছাঁটাই করছে চীন

চলতি বছর স্টিল শিল্প থেকে আরও ৫ লাখ শ্রমিক ছাঁটাই করছে চীন। আন্তর্জাতিকভাবে এ পণ্যের উৎপাদনে ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ নেয়া হয়েছে। দেশটির শ্রমমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। বৈশ্বিক বাজারে সস্তা পণ্য সরবরাহ করে চীন স্টিলের বন্যা বয়ে দিচ্ছে এমন অভিযোগের মধ্যে এ ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। চীনের স্টিল উৎপাদনের প্রাণকেন্দ্র বেজিং। গত বছর থেকে এ অঞ্চল থেকে চাহিদার অতিরিক্ত স্টিল, কয়লা, সিমেন্ট, এ্যালুমিনিয়াম এবং কাঁচ উৎপাদন কমছে। ওয়াশিংটন ও ইউরোপভুক্ত দেশের অভিযোগ, চীন থেকে রফতানি হওয়া সস্তা পণ্যে তাদের বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং তাদের দেশে হাজার হাজার কর্মসংস্থান হুমকির মুখে পড়ছে। শ্রমমন্ত্রী জিন জানান, এ বছর তাদের অতিরিক্ত স্টিল উৎপাদন কমাতে ৫ লাখ শ্রমিকের ছাঁটাই দরকার। তবে এসব শ্রমিককে সরকারের পক্ষ থেকে কিছু অনুদান দেয়া হবে। -অর্থনৈতিক রিপোর্টার ওয়ার্ল্ড এইচ আর কংগ্রেস প্রতিষ্ঠার রজতজয়ন্তীতে আনোয়ার গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী রাকিবউদ্দিন আহমেদকে হান্ড্রেড মোস্ট ইনফ্লুএন্সিয়াল গ্লোবাল এইচ আর প্রফেশনালসের বিরল সম্মাননায় ভূষিত করা হয়েছে
×