ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে জেনারেল হাসপাতালে অপ্রীতিকর ঘটনা

প্রকাশিত: ০৩:৪৮, ৩ মার্চ ২০১৭

ফরিদপুরে জেনারেল হাসপাতালে অপ্রীতিকর ঘটনা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২ মার্চ ॥ ফরিদপুরে জেনারেল হাসপাতালে এক রোগীর এটেনডেন্টের (লোকদের) মারপিটে আহত হয়েছেন ওই হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ আবদুর রাজ্জাক। বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত আবদুর রাজ্জাককে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ওই চিকিৎসক ডায়রিয়া ওয়ার্ডে রোগী দেখতে যান। তিনি ডায়রিয়ায় আক্রান্ত ফরিদপুর শহরের রথখোলা এলাকার বাসিন্দা পাঁচ বছরের এক শিশুকে দেখতে গিয়ে মারপিটের শিকার হন। ঘটনার দুই প্রত্যক্ষদর্শী জানান, ওই রোগীর অনেক এটেনডেন্ট ওই রোগীতে ঘিরে রেখেছিলেন। ওই চিকিৎসক রোগীর এটেনডেন্টদের সরে গিয়ে জায়গা করে দেয়ার অনুরোধ জানান। এ সময় ওই চিকিৎসক দুই হাত প্রসারিত করে রোগীর স্বজনদের সরে যেত বললে তার এক হাত একজনের গায়ে লাগে। এ সময় ওই ব্যক্তি, ‘আমাকে মেরেছিস কেন’ বলে তার সহযোগীদের নিয়ে ওই চিকিৎসককে ডায়রিয়া ওয়ার্ডে এক দফা ও পরে হাসপাতাল ক্যাম্পাসে কাঠালতলায় পুনরায় কিল, ঘুষি, লাথি মেরে আহত করেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই শিশুর মামা শহরের রথখোলা এলাকার বাসিন্দা আবদুর রহিম ও তার সহযোগী সোহাগ খানকে গ্রেফতার করা হয়েছে। ১৯ বছর বিনা বেতনে পাঠদান সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২ মার্চ ॥ পীরগঞ্জ উপজেলার বিরহলী উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষক ১৯ বছর ধরে বিনা বেতনে পাঠদান চালিয়ে যাচ্ছেন। স্কুলটি এমপিওভুক্ত না হওয়ায় ১৪ শিক্ষক ও ৩ কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। প্রধান শিক্ষকসহ অনেক শিক্ষকের বিয়ের বয়স পেরিয়ে গেলেও স্কুলটি এমপিওভুক্ত না হওয়ায় আর্থিক সঙ্কটের কারণে তারা বিয়ে করতে পারছেন না। জানা গেছে, ১৯৯৭ সালে ওই গ্রামের মুক্তিযুদ্ধের সংগঠক বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক এমসিএ আলহাজ মুহাম্মদ ইকরামুল হক ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ ১.০২ একর জমি দান করে স্কুলটি স্থাপন করেন। ১৯৯৯ সালে জানুয়ারি মাসে বিদ্যালয়টি ৮ম শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমতি ও ২০০২ সালে এ্যাকাডেমিক স্বীকৃতি লাভ করে। ৯ম শ্রেণীতে পাঠদানের অনুমতি পায় ২০০৬ সালে। এমপিওভুক্ত হওয়ার সকল শর্ত পূরণ করা হলেও এখনও পর্যন্ত বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়নি। বিদ্যালয়ের শিক্ষকরা সততা ও দক্ষতার সঙ্গে দীর্ঘদিন বিনা বেতনে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে শিক্ষার্থীদের মাঝে। ফলে ১০ বছর ধরে বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ভাল ফলাফল করে বিদ্যালয়ের সুনাম অর্জন করেছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী জানান, বিদ্যালয়টি অনেক আগেই এমপিওভুক্ত হওয়ার সকল শর্ত পূরণ করেছে এবং জরুরী ভিত্তিতে এমপিওভুক্ত হওয়া উচিত।
×