ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ১০ ভুয়া ডিবি পুলিশ আটক

প্রকাশিত: ০৪:৪৮, ২ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জে ১০ ভুয়া ডিবি পুলিশ আটক

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১ মার্চ ॥ সোনারগাঁয়ে ১০ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের পরনে ছিল ডিবি পুলিশের পোশাক, একটি ওয়াকিটকি সেট ও একজোড়া হ্যান্ডকাফ, ৩টি বেতের লাঠি, তাদের ব্যবহৃত সংবাদপত্র স্টিকার লাগানো একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৫-৯০৬৮) ও পুলিশ স্টিকার লাগানো নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৪৭৪৮) জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তার টিপরদির লিজা পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়। বিকেল সাড়ে ৫টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এই তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(খ অঞ্চল) সাজিদুর রহমান, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক(ডিআইওয়ান) মামুনুর রশিদ ম-ল। গ্রেফতাররা হলো- এনামুল হক, মাসুদ করিম, মিন্টু খাঁন, হেলাল, শেখ মোজাম্মেল হোসেন, মনির হোসেন, মাসুদ রানা, কুদ্দুস, নুরুজ্জামান মোক্তার নুরুল ইসলাম। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ এলাকায় একদল ভুয়া ডিবি পুলিশ ৬৫ লাখ টাকা ছিনতাই করবে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ পুলিশ অভিযান শুরু করে। দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা লিজা পেট্রোল পাম্পের সামনে তারা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ছিনতাই করার চেষ্টাকালে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছে একটি পত্রিকার চালক মিঠু খান নামের আইডি কার্ড ও হেলাল হোসেন নামে একটি হিউম্যান রাইটসের আইডি কার্ড পাওয়া গেছে।
×