ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুই জামায়াত নেতা আটক

প্রকাশিত: ০৪:৫৮, ১ মার্চ ২০১৭

দুই জামায়াত নেতা আটক

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৮ ফেব্রুয়ারি ॥ দৌলতপুরে নাশকতার অভিযোগে উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ দুই জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলা পরিষদের পার্শ্ববর্তী এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও দৌলতখালী বায়তুন নূর আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা বেলাল হোসেনকে সোমবার রাত সাড়ে ১২টার দিকে মানিকদিয়াড় এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়। অপরদিকে একই রাতে উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা গ্রাম থেকে তুহিন আহমেদ ও নিজ বাড়ি থেকে পিপুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজউল্লাহ নামে দুই বিএনপিকর্মীকে আটক করে। ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধ ॥ আহত চার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীতে পুলিশ ও ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার দেয়া হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে ডাকাত সর্দার জুনুকে। ঘটনাস্থল থেকে ৯টি বন্দুক ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে মহেশখালীর মাতারবাড়ি চালিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, চিহ্নিত ডাকাত জুনুকে গ্রেফতারকল্পে পুলিশ ঘটনাস্থলে গেলে গুলিবর্ষণ করে ডাকাতরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টাব্যাপী গুলিবিনিময়কালে ডাকাত দল পিছু হটে।
×