ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ফের বৃক্ষনিধন করছে রাসিক

প্রকাশিত: ০৪:৫৬, ১ মার্চ ২০১৭

রাজশাহীতে ফের বৃক্ষনিধন করছে রাসিক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর আইল্যান্ডের পুরনো ছায়াদানকারী গাছ ফের নিধন শুরু হয়েছে। ‘জিরো সয়েল’ প্রকল্প বাস্তবায়ন করতে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ (রাসিক) কেটে ফেলছে বড় বড় গাছ। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাধ্যমে এসব গাছ কাটছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। নগরীর গ্রেটার রোডের সড়ক বিভাজকের বহুবর্ষী এসব গাছকাটা শুরু হয়েছে সম্প্রতি। এরই মধ্যে বেশকিছু গাছ ফেটে সাবাড় করা হয়েছে। কয়েকদিন ধরেই গাছের ডালপালা ছেঁটে ফেলা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে করাত চালানো। ডালপালা কাটতে গিয়ে বেশ কয়েকটি জায়গায় ভেঙ্গে গেছে বিভাগের কংক্রিটের বেড়াও। সওজের রাজশাহী জোনের বৃক্ষপালন শাখার নির্বাহী প্রকৌশলী পলাশ সরকারের বলেন, গাছগুলো কাটতে রাসিক তাদের কয়েকবার চিঠি দিয়েছে। ‘জিরো সয়েল’ প্রকল্প বাস্তবায়নে এ গাছগুলো বাধা। এরই প্রেক্ষিতে সম্প্রতি দরপত্র আহ্বান করে ওই সড়কের ১৭টি গাছ বিক্রি করা হয়। কত টাকায় গাছগুলো বিক্রি করা হয়েছে তা জানাতে না পারলেও পলাশ সরকার জানিয়েছেন, বকুল হোসেন নামে এক ব্যবসায়ী গাছগুলো কিনেছেন। কয়েক দিনের মধ্যেই সব গাছ কাটা শেষ হবে। আর ভেঙ্গে পড়া কংক্রিটের বেড়া রাসিকই নিজ খরচে ঠিক করে নেবে। রাসিকের সম্পদ শাখার নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ বলেন, গাছগুলো কাটতে গিয়ে সওজ রাসিকের সড়ক ডিভাইডারের ওপর নির্মিত দু’পাশের কংক্রিটের বেড়া ভেঙ্গে ফেলছে। এরই মধ্যে বেশ কয়েক জায়গার বেড়া ভেঙ্গে পড়েছে। রাসিকের প্রধান প্রকৌশলী বিদেশে আছেন, তিনি ফিরলে এ সবের প্রতিবাদ করা হবে। আর গাছ কাটার বিষয়ে সওজ তাদের কিছুই জানায়নি বলেও দাবি করেন এই প্রকৌশলী। এদিকে, সড়ক বিভাজকের পুরনো গাছগুলো কেটে নেয়ায় ক্ষোভ ছড়িয়েছে নগরবাসীর মাঝে। গাছ উজাড় করে সবুজায়নকে খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন অনেকেই। এর পরিবেশগত বিরূপ প্রভাবের কথাও জানিয়েছেন কেউ কেউ। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) রাজশাহী জেলা কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় স্যানাল বলেন, গাছ কেটে ‘জিরো সয়েল’ প্রকল্প বাস্তবায়ন হলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে দাবি করছে রাসিক। কিন্তু রাসিকের এই যুক্তি সঠিক না। তারা বরাবরই গাছকাটার প্রতিবাদ জানাচ্ছেন।
×