ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ড. আশরাফ সিদ্দিকীর জন্মবার্ষিকী আজ

প্রকাশিত: ০৩:৫৯, ১ মার্চ ২০১৭

ড. আশরাফ সিদ্দিকীর জন্মবার্ষিকী আজ

শিক্ষাবিদ, সাহিত্যিক ও দেশ-জাতির বিবেক, বুদ্ধিজীবী, লোকবিজ্ঞানী প্রফেসর ড. আশরাফ সিদ্দিকীর ৯০তম জন্মবার্ষিকী আজ ১ মার্চ। সরকারী কলেজে অধ্যাপনার মধ্য দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। তিনি বিভিন্ন সরকারী কলেজে অধ্যাপনা এবং ঢাকা কলেজ, চট্টগ্রাম কলেজ ও জগন্নাথ কলেজে প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। তিনি বাংলা একাডেমির মহাপরিচালক ও বাংলা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার সভাপতি, প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘ, ঢাকার সভাপতি এবং আরও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষস্থানীয় পদে দায়িত্ব পালন করে চলেছেন। ১৯২৭ সালের ১ মার্চ টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। এ পর্যন্ত তার ৭০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার ‘গলির ধারের ছেলেটি’ বহুদিন যাবত স্কুলে পাঠ্য হিসেবে ছিল। চিত্র পরিচালক সুভাষ দত্ত গল্পটি নিয়ে ‘ডুমুরের ফুল’ নামে চলচ্চিত্র নির্মাণ করেন এবং চলচ্চিত্রটি বিশ্ব পরিচিতি লাভ করে। তিনি বাংলা একাডেমি থেকে একুশে পদক, ইউনেস্কো পুরস্কারসহ প্রায় ৫০টির মতো জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। বিভিন্ন বাংলা ও ইংরেজী পত্রিকায় নিয়মিত লিখেছেন। তবে তিনি বর্তমানে অল্পস্বল্প লিখে চলেছেন। তিনি এদেশের এমন একজন লেখক যার বিদেশ থেকে অর্ধডজনের মতো বই প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে জড়িত রয়েছেন। -বিজ্ঞপ্তি
×