ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ড্যামিয়েন চ্যাজেল সবচেয়ে কম বয়সে সেরা পরিচালক

প্রকাশিত: ১৯:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

ড্যামিয়েন চ্যাজেল সবচেয়ে কম বয়সে সেরা পরিচালক

অনলাইন ডেস্ক॥ ৮৯তম অস্কারে সর্বাধিক বিভাগে সেরার পুরস্কার জিতে চলেছে 'লা লা ল্যান্ড' ছবিটি। তাহলে পরিচালকই আর বাদ যাবেন কেন? ছবিটির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন ড্যামিয়েন চ্যাজেল। অস্কারের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেরা পরিচালকের অস্কার জেতার রেকর্ড গড়লেন ড্যামিয়েন চ্যাজেল। আমেরিকান এ নির্মাতার বয়স মাত্র ৩২। তার ছবিতে অভিনয় করে কম বয়সে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন এমা স্টোন। সেরা পরিচালকের ক্যাটাগরিতে আরও যারা মনোনয়ন পেয়েছিলেন তারা হলেন ব্যারি জেনকিন্স (মুনলাইট), ডেনিস ভিলেনেভু (অ্যারাইভাল), কিনিথ লনারগান (ম্যানচেস্টার বাই দ্য সি) ও মেল গিবসন (হ্যাকসো রিজ)।
×