ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কামরাঙ্গী ও বড়বড়িয়া ফাইনালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ

প্রকাশিত: ০৫:৩৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

কামরাঙ্গী ও বড়বড়িয়া ফাইনালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সিলেট বিভাগের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কামরাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয় ফাইনালে উঠেছে। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিফাইনালে বরিশাল বিভাগের বরগুনা জেলার আমতলী উপজেলার পশ্চিম গাজীপুর অগ্রদূত সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৬-০ গোলে পরাজিত করে কামরাঙ্গী। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু খেলার উদ্বোধন করেন। দিনের অপর খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের রাজশাহী জেলার চারঘাট উপজেলার বড়বড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ফাইনালে উন্নীত হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রবিবার ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বাগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে বড়বড়িয়া। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেছবাহ উল আলম বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আগামী ২ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরুষ ও মহিলা দুই বিভাগেরই ফাইনাল অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু গোল্ডকাপে মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টেটং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সিলেট বিভাগের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কামরাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়। একই দিনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের ফাইনালে লড়বে রাজশাহী বিভাগের রাজশাহী জেলার চারঘাট উপজেলার বড়বড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ি বিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়।
×