ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টিসি স্পোর্টস-মার্সিয়াংডি প্রথম সেমি আজ

প্রকাশিত: ০৫:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

টিসি স্পোর্টস-মার্সিয়াংডি প্রথম সেমি আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ছয় জাতির শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের দ্বিতীয় আসরে প্রতিদ্বন্দ্বিতা করছে আটটি ক্লাব। এরমধ্যে স্বাগতিক বাংলাদেশের তিন আর বিদেশের পাঁচটি ক্লাব। গ্রুপ পর্বের লড়াই শেষে দেশী ক্লাবের দু’টিই বাদ পড়েছে। টিকে আছে শুধু স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। বিদেশী পাঁচটির মধ্যে তিনটিই টিকেট পেয়েছে শেষ চারের। আজ চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল মাঠে গড়াবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টস এবং নেপালের পেশাদার লীগের চৌকস দল মানাং মার্সিয়াংডি। দু’দলই ম্যাচটি জিতে ফাইনালে খেলার প্রত্যয় ব্যক্ত করেছে। বিজয়ী দল শিরোপা নির্ধারণী ফাইনাল খেলবে দ্বিতীয় সেমির জয়ী দলের বিরুদ্ধে। মঙ্গলবার একই ভেন্যুতে দ্বিতীয় সেমিতে লড়বে বাংলাদেশের আশা-ভরসার প্রতীক চট্টগ্রাম আবাহনী ও দক্ষিণ কোরিয়ার ক্লাব এফসি পোচেয়ন। ‘এ’ গ্রুপে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে টিসি স্পোর্টস ক্লাব। ২ জয় ও ১ ড্রয়ে মালদ্বীপের ক্লাবটির সংগ্রহ সর্বোচ্চ ৭ পয়েন্ট। সবচেয়ে বেশি গোলও করেছে দলটি (৫টি, যুগ্মভাবে)। নিজেদের প্রথম ম্যাচে তারা ঢাকা আবাহনীকে হারায় ১-০ গোলে। দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে কিরগিজস্তানের এফসি আলগাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। তৃতীয় ও শেষ ম্যাচে কোরিয়ার ক্লাব পোচেয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। ক্লাবটির পুরো নাম ট্রাস্ট এ্যান্ড কেয়ার ফুটবল ক্লাব। সংক্ষেপে টিসি স্পোর্টস ক্লাব। মালদ্বীপের এই ক্লাবটির জন্ম ২০০৪ সালে। কোচ মোহাম্মদ নিজাম। দেশটির ধিভেহি প্রিমিয়ার লীগে খেলে থাকে দলটি। ২০১৪ সালে দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে উন্নীত হয় তারা। অভিষেক হওয়ার পর থেকেই দলটি দারুণ সাফল্য পাচ্ছে। যার প্রমাণ দেখা যাচ্ছে চলমান আসরেও। দুই বিদেশী ও স্বাগতিক ক্লাব ঢাকা আবাহনী লিমিটেডকে টপকে তারা গ্রুপের সেরা হয়। এখন পর্যন্ত আসরে অপরাজিত। সেমিতে নামার আগে তাই বেশ আত্মবিশ্বাসী ক্লাবটি। প্রতিপক্ষকে সমীহ করলেও দলটির কোচ মোহাম্মদ নিজাম ফাইনাল খেলতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সর্বোচ্চ সাফল্য পেতে চাই। ছেলেরা এখন পর্যন্ত যা করেছে তাতে আমি তৃপ্ত। তবে এখন আমাদের সতর্ক থেকেই খেলতে হবে। কারণ একটি হার সব শেষ করে দিতে পারে। মানাং ভাল দল, তবু আমরা জয়ের জন্যই খেলব। ‘বি’ গ্রুপে মানাং দ্বিতীয় সেরা হয়ে শেষ চারে উঠে এসেছে। নেপালী ক্লাবটি নিজেদের প্রথম ম্যাচে ঢাকা মোহামেডানকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করে। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের ক্লাব শাহিন আসমায়ির কাছে ৩-১ গোলে হেরে বিদায়ের শঙ্কায় পড়ে তারা। তবে গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে খেলা নিশ্চিত করে মানাং। নেপালের পেশাদার লীগের সবচেয়ে সফল দলগুলোর একটি তারা। কাঠমান্ডুর এই ক্লাবের জন্ম ১৯৮২ সালে। দলের কোচ চিরিং লোপসাং গুরুং। ২০১৫ লীগে তারা তৃতীয় হলেও মোট সাতবার চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া ১ বার বুদ্ধা সুব্বা গোল্ডকাপে, ১ বার খুকুরি গোল্ডকাপে, ১ বার সান মিগুয়েল ইতাহারি গোল্ডকাপে, ৫ বার আহা! গোল্ডকাপে, ১ বার আদর্শ কাপে, ১ বার সিমারা গোল্ডকাপে, ১ বার এনসেল কাপে, ১ বার পোখারা কাপে, ১ বার ঝাপা গোল্ডকাপে, ১ বার ভুটানের কিংস কাপে চ্যাম্পিয়ন হয় তারা। সবমিলিয়ে ২১ ট্রফি। শেখ কামাল ফুটবলে তারা অন্যতম ফেবারিট। সে প্রমাণ রেখে সেমিতেও উঠে এসেছে। এবার ফাইনাল নিশ্চিতের মিশন। মানাংয়ের কোচ চিরিং লোপসাং এ প্রসঙ্গে বলেন, আমরা ফাইনালের লক্ষ্যেই খেলব। তবে কাজটা যে সহজ হবে না এটাও নিশ্চিত। কারণ প্রতিপক্ষেরও অভিন্ন লক্ষ্য।
×