ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্যাসের দর বাড়লেও বিতরণ চার্জ বাড়েনি তিতাসের

প্রকাশিত: ০৪:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

গ্যাসের দর বাড়লেও বিতরণ চার্জ বাড়েনি তিতাসের

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকার গ্যাসের মূল্য দুই ধাপে ২২.০৭ শতাংশ বাড়িয়েছে। কিন্তু শেয়ারহোল্ডার এবং স্টক এক্সচেঞ্জগুলোর দাবি সত্ত্বেও সরকার তিতাস গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিস্ট্রিবিউশন মার্জিন না বাড়িয়ে অপরিবর্তীত রেখেছে। অর্থাৎ তিতাসের গ্যাস বিতরণ চার্জ বাড়ানো হয়নি। তিতাসের গ্যাস বিতরণ চার্জ দশমিক ২২৬৮ টাকা অপরিবর্তিত রয়েছে। এতে গ্রাহক পর্যায় গ্যাসের মূল্য বাড়ানোর কারণে সরকারের আয় বাড়লেও তিতাসের মুনাফায় তেমন কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত ২৩ ফেব্রুয়ারি জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। আগামী ১ মার্চ থেকে প্রথম দফা এবং পহেলা জুন থেকে দ্বিতীয় ধাপের মূল্যবৃদ্ধি কার্যকর হবে। দুই ধাপে ৮ খাতে গড়ে ২২.০৭ শতাংশ দাম বাড়ানো হয়েছে। মূল্যবৃদ্ধির ফলে বছরে সরকারের অতিরিক্ত আয় হবে ৪ হাজার ১৮৫ কোটি টাকা। এর ৮১ শতাংশ অর্থ যাবে সরকারী কোষাগারে। বাকি ১৯ শতাংশ অর্থ যাবে সুন্দরবন গ্যাস কোম্পানি এবং পশ্চিমাঞ্চলীয় গ্যাস কোম্পানির কোষাগারে। অন্যান্য কোম্পানির আয় দিয়ে সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকা পরিচালিত হবে। তিতাস গ্যাসের কোম্পানি সচিব মোশতাক আহমেদ জানান, প্রতি ঘনমিটার সিএনজি গ্যাসের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের পুনঃনির্ধারিত মূল্যহারের মধ্যে ফিড গ্যাসের মূল্যহার যথাক্রমে ৩০ টাকা এবং ৩২ টাকা এবং উভয় ধাপে অপারেটর মার্জিন ৮ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া গ্যাস সরবরাহে বিদ্যমান অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি তিতাসের গ্যাস ডিস্ট্রিবিউশন মার্জিন অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে অনুষ্ঠিত গণশুনানিতে, তিতাস গ্যাসের বিতরণ মার্জিন বাড়তি গড়ে ১.০৩৮৮ টাকা করার প্রস্তাব করেছে। এর আগে যা ছিল দশমিক ২২৬৮ টাকা। বিইআরসি সূত্র জানায়, শেয়ারহোল্ডারদের পক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ তিতাসের গ্যাস বিতরণ চার্জ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ২০১৫ সালে তিতাসের গ্যাস বিতরণ মার্জিন ৫৫ পয়সা থেকে কমিয়ে ২৩ পয়সা নামিয়ে আনা হয়। এতে প্রতিষ্ঠানটির মুনাফা কমে যায়। ফলে কমে গেছে প্রতিষ্ঠানের ইপিএস।
×