ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে নয় কমিশনের অধীনেই হবে ॥ কাদের

প্রকাশিত: ০৭:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

আগামী নির্বাচন শেখ হাসিনার  অধীনে নয় কমিশনের অধীনেই হবে ॥ কাদের

সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ (ঢাকা) ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে নয়, এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। নির্বাচনকালীন এই সরকার শুধু রুটিন ওয়ার্ক পালন করবে। তিনি শনিবার বিকেলে ঢাকার দোহারে আওয়ামী লীগের জনসভা ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে দলীয় সভানেত্রী শেখ হাসিনার বেসরকারী উন্নয়ন খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে সংবর্ধনা দেয়া হয়। ওবায়দুল কাদের নির্বাচন সামনে রেখে বলেন, এখন নেতাদের খুশি করার প্রয়োজন নেই, খুশি করতে হবে এলাকার জনগণকে। যারা দলীয় শৃঙ্খলা মানবে না তাদের দল থেকে বহিষ্কার করা হবে। কাজেই নিজেকে সংশোধন করুন, কমিটি করতে গিয়ে পকেট কমিটি করবেন না। দুঃসময়ে দলের পাশে থাকা নেতাকর্মীর মূল্যায়ন করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি এখন ‘বাংলাদেশ নালিশ পার্টি’ হয়ে গেছে। ঘরে বসে পকেট কমিটি করে সেই কমিটির সদস্যরা এখন মিডিয়ার ক্যামেরার সামনে শুধু নালিশে মত্ত থাকে। সবকিছুতেই তারা মানি না, মানব না। এটা তাদের চরিত্র হয়ে গেছে। তাদের মতামতে গঠিত নির্বাচন কমিশনও তারা মানে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট আব্দুল মান্নান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সালমা ইসলাম, সাবেক যোগাযোগমন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ (আইজিআর) খান আব্দুল মান্নান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি নির্মল রঞ্জন গুহ, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল।
×