ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সঙ্গীত নিয়ে ব্যস্ত তুলিকা দেবী

প্রকাশিত: ০৬:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

সঙ্গীত নিয়ে ব্যস্ত তুলিকা দেবী

স্টাফ রিপোর্টার ॥ সঙ্গীতশিল্পী তুলিকা দেবী সরকার। প্রতিশ্রুতিশীল একজন শিল্পী। সাধারণত লোকসঙ্গীত গাইতে বেশি ভালবাসেন। এ পর্যন্ত তার বেশ কিছু এ্যালবাম বাজারে এসেছে। দেশের বিভিন্ন চ্যানেলে গেয়ে থাকেন। তার গাওয়া গানগুলো ইউটিউবে পাওয়া যায়। জীবনের তাগিদে প্রবাসী হলেও দেশকে ভোলেননি। মাঝে মাঝে দেশের এলেই গান নিয়ে বসে যান। এভাবেই চলছে তার সঙ্গীত সাধনা। তুলিকা দেবীর জন্ম বরিশালের উজিরপুরে। মা ধর্মীয় গান করতেন সেই গান শুনে শুনে ছোট বেলা থেকেই সংকল্প করেন তিনিও একদিন শিল্পী হবেন। অনিয়মিত চর্চা হলেও পড়াশোনার পাশাপাশি তিনি গানকে আঁকড়ে ছিলেন সব সময়। পরবর্তীতে জীবন জীবিকার তাগিদে তিনি চলে যান চট্টগ্রামে। সেটা অবশ্য ১৯৮৫ সালের কথা। যুক্ত হন শাশ্বত ললিত কলা একাডেমিতে। সঙ্গীতে তালিম নেন শ্রদ্ধেয় নিরোদ বরণ বড়ুয়ার কাছে। এরপর নিরন্তর সঙ্গীত সাধনার মাধ্যমে শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সময় ও বাস্তবতায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ১৯৯২ সালে পাড়ি জমান আমেরিকাতে। সেখানে গিয়েও তিনি থেমে থাকেননি এতটুকুও। বরাবরের মতো তার সঙ্গীত চর্চা চালিয়েছেন সমানতালে। স্থানীয়ভাবে ফোবানা, বঙ্গ সম্মেলন, বঙ্গ মেলাসহ বাংলা সোসাইটিতে গান গেয়ে বেশ ভালভাবেই জায়গা করে নিয়েছেন একজন গুণী শিল্পী হিসেবে। মূলত তিনি লোকসঙ্গীত গাইতে বেশি ভালবাসেন। তাঁর গাওয়া ‘বাংলার মেয়ে’ ও ‘এপার ওপার’ নামে দুটি মিক্সড এ্যালবাম বাজারে রয়েছে। ‘কালা তোমার বাঁশির সুরে’, ‘বনো মালি তুমি’, ‘আমার হার কালা’ শিরোনামের গানগুলো বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হয়েছে। যা এখন ইউটিউবে পাওয়া যায়। গানের প্রতি ভালবাসা থেকেই প্রতি বছরই তুলিকা দেবী চলে আসেন বাংলাদেশে। নতুন কিছু করা, নতুন কিছু ভাবনার ধারাবাহিকতায় বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। উদ্দেশ্য আরও নতুন ৫টি গান রেকর্ড করা। যা সিডি আকারে খুব শীঘ্রই পাওয়া যাবে বলে তুলিকা জানান। ভবিষ্যত পরিকল্পনা জানতে চাইলে তুলিকা দেবী বলেন, যতদিন বাঁচবো কণ্ঠে যেন বাংলাকে ছড়াতে পারি, যত দিন বাঁচবো যেন লাল সবুজকে উড়াতে পারি বিশ্বময়। এ জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি। তুলিকা দেবী তার সাধনা ও নিষ্ঠার মাধ্যমে এগিয়ে যাবে তার কাক্সিক্ষত লক্ষ্যে। এই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার জন্য শুভ কামনা।
×