ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তথ্য না দেয়ায় পল্লী বিদ্যুত কর্মকর্তাকে জরিমানা

প্রকাশিত: ০৪:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

তথ্য না দেয়ায় পল্লী  বিদ্যুত কর্মকর্তাকে জরিমানা

প্রার্থিত তথ্য প্রদান না করায় দুটি অভিযোগের ভিত্তিতে কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-৪-এর ডেপুটি জেনারেল ম্যানেজার নাইমুল হাসানকে এক হাজার এবং ডেপুটি ম্যানেজার খান মোহাম্মদ বোরহানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। শ্রীধাম কর্মকার কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-৪-এর ডেপুটি জেনারেল ম্যানেজারের কাছে ওই অফিসের কার্যক্রম সংক্রান্ত কিছু তথ্য চেয়ে দুটি আবেদন করেন। তথ্য না পেয়ে পরবর্তীতে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের বিষয়ে তথ্য কমিশনে শুনানি শেষে তথ্য অধিকার আইনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জরিমানা করা হয়। Ñবিজ্ঞপ্তি
×