ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধ্রুব মিউজিক স্টেশনের যাত্রা শুরু

প্রকাশিত: ০৪:৪৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

ধ্রুব মিউজিক স্টেশনের যাত্রা শুরু

সাজু আহমেদ ॥ শিল্পী ধ্রুব কুমার গুহ। তার ক্ষেত্রে বলা হয় তিনি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এলেন, গাইলেন এবং জয় করলেন শ্রোতাদের মন। মাত্র কয়েকটি গান দিয়ে যিনি কোটি কোটি ভক্তের হৃদয় জায়গা করে নিয়েছেন। বাংলার আনাচে-কানাচে মানুষের মুখে মুখে তার গান ছড়িয়ে পড়েছে। কয়েকটি গানের পাশাপাশি নতুন মিউজিক ভিডিও নিয়ে গত বছরের পুরো সময়ে আলোচনায় ছিলেন গুণী এ সঙ্গীতশিল্পী। বিশেষ করে তার ‘যে পাখি ঘর বোঝে না’ গানটি ইউটিউবে সোয়া কোটিরও বেশি ভিউ, বছরের শেষে নতুন মিউজিক ভিডিও ‘আদরে রাখিও বন্ধু’ গানের গায়কী এবং ভিডিওচিত্র নির্মাণের বিষয়টি সঙ্গীত সংশ্লিষ্টদের কাছে আলোচিত হয়। তবে নিজের জনপ্রিয়তা বা তারকা খ্যাতির মোহে কখনই আবিষ্ট হননি তিনি। এ বিষয়ে যথেষ্ট সচেতন ছিলেন শিল্পী ধ্রুব গুহ। এ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, গানের প্রতি ভাললাগা আর ভালবাসা থেকেই সঙ্গীতাঙ্গনে প্রবেশ। যেহেতু গান আমার ভাললাগা আর ভালবাসার একটা জিনিস তাই গান নিয়ে স্বপ্নও দেখেছিলাম। আর আমার এ স্বপ্নের বাস্তবায়ন করেছেন আমার কোটি শ্রোতা দর্শক। এ কারণেই ভাললাগা আর ভালবাসার পাশাপাশি বেড়েছে গানের প্রতি দায়বদ্ধতাও। তাই গানের সঙ্গেই থাকতে চাই বাকিটা জীবন। শুধু তাই নয় বাংলাদেশের সঙ্গীত অঙ্গনকে সমৃদ্ধ করতে উদ্যোগ নিচ্ছেন ধ্রুব গুহ। এই উদ্যোগের অংশ হিসেবে শিল্পী ধ্রুব গুহ নিজের নামে সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের সঙ্গীতকে বিশ্বের নানা প্রান্তে পৌঁছে দেয়ার লক্ষে তার ঐকান্তিক উদ্যোগে যাত্রা শুরু করতে যাচ্ছে এ্যালবাম প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে তারকাবহুল ১৬ এ্যালবাম ও একক গানের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে এ প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। এ্যালবামগুলোর গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, আসিফ আকবর, হাবিব ওয়াহিদ, তাহসান, সামিনা চৌধুরী, ফুয়াদ আল মুক্তাদির, ন্যান্সী, ইমরান, কণা, বেলাল খান, জুয়েল মোর্শেদ, ধ্রুব গুহ, মিনার, এফ এ সুমন, কাজী শুভ, পড়শী, শেখ বোরহানউদ্দিন শান, সোহেল মেহেদী, মোহাম্মদ মিলন, মুহিন, পুজা, মেহেদী হাসান, ঐশী, রাফাত, ইলিয়াস হোসেন, নদী, খেয়া, স্মরণ, বৃষ্টি প্রমুখ। প্রতিষ্ঠানটির কর্ণধার, কণ্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, শুদ্ধ সংস্কৃতির বিকাশ আর বাংলা গানকে বিশ্বমানে পৌঁছে দেয়ার লক্ষ্যেই ধ্রুব মিউজিক স্টেশনের যাত্রা শুরু হচ্ছে। প্রতিষ্ঠিত শিল্পী ও সঙ্গীতায়োজকদের পাশাপাশি নতুনদের সঙ্গীত ভুবনে পথ তৈরি করে দেয়াই এর লক্ষ্য। পাশাপাশি সঙ্গীতবিষয়ক নানা কাজের সঙ্গে যুক্ত থাকবে প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী বলেন, যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করছে, তাতে এটা বলা যায়, শ্রোতারা এই ব্যানার থেকে ভাল কিছু এ্যালবাম পাবেন। শিল্পী ও সঙ্গীত পরিচালক এফ এ সুমন বলেন বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে যুক্ত হচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন। এর মাধ্যমে দেশের সঙ্গীত শিল্পীদের জন্য নতুন একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান তাদের যাত্রা শুরু করেছে। আমি এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি। প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানাই। পাশাপাশি ভাল ভাল গান ও এ্যালবাম আমরা পাব এই প্রত্যাশা করা যেতেই পারে। এ প্রজন্মের শিল্পী ঐশী বলেন আজ ধ্রুব মিউজিক স্টেশনের যাত্রা শুরু হচ্ছে। আমি এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে আনন্দিত। আমি আশা করি ভাল ভাল গান আমরা পাব এই প্রতিষ্ঠান থেকে। পাশাপাশি দেশের সঙ্গীত অঙ্গনে বিশেষ ভূমিকা রাখবে এই প্রতিষ্ঠান। সেটাই আমাদের প্রত্যাশা।
×