ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তারিকুল আজম

প্রকাশিত: ০৩:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তারিকুল আজম

বিশিষ্ট ব্যাংকার তারিকুল আজম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। ব্যাংকিং ঝুঁকি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ তারিকুল আজম একই সাথে ইউসিবির চীফ রিস্ক অফিসার হিসেবেও দায়িত্বরত। ব্যাংকিং অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব আজম ১৯৮০ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং জীবনের সূচনা করেন। ২০০৬ সালে তিনি সিনিয়র ম্যানেজমেন্টের অংশ হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে যোগদান করেন এবং ২০১২ সালে উপব্যবস্থাপনা পরিচালক পদে আসীন হন। -বিজ্ঞপ্তি আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারিজ প্রদর্শনী শুরু অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ১৪তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারিজ প্রদর্শনী (ডিটিজি)। ৪ দিনব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশন (বিটিএমএ), হংকংয়ের প্রতিষ্ঠান ইয়র্কারস ট্রেড এ্যান্ড মার্কেটিং সার্ভিসেস এবং তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল কোম্পানি যৌথভাবে চার দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে। বৃহস্পতিবার সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এতে আরও উপস্থিত ছিলেন বিটিএমএ-এর সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী, সহসভাপতি হোসেন মাহমুদ, পরিচালক খোরশেদ আলম, মোশারফ হোসেন, ডিসিসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার এইচ এন আশিকুর রহমান প্রমুখ। বাংলাদেশে প্রথমবারের মতো ওয়ানস্টপ ডিজিটাল সল্যুশন, সাবলিমেশন এবং স্ক্রিন প্রিন্টের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিসিসি এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। প্রদর্শনীটি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
×