ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিবির এএসআই গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ০৫:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২২ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলার ফতুল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে মোক্তার হোসেন ওরফে কিলার মোক্তার (৪১) ও তার সহযোগী (দেহরক্ষী) মানিক ওরফে কিলার মানিক (৪০) নিহত হয়েছে। এ সময় ডিবির এক এএসআই আজিজ গুলিবিদ্ধ হয়। ঘটনার পর শত শত লোকজন ঘটনাস্থলে ভিড় করে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৭টায় ফতুল্লার পাগলা শাহীবাজার এলাকায়। জানা গেছে, ডিবি পুলিশের একটি টিম পাগলা শাহীবাজার এলাকায় মাদক উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে গেলে সন্ত্রাসীরা পুলিশের ওপর আক্রমণ শুরু করে। পরে পুলিশ ও সন্ত্রাসীর মধ্যে গুলিবিনিময় শুরু হয়। এতে ডিবি’র এএসআই আজিজ গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থলে দুই সন্ত্রাসী নিহত হয়। ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, ডিবির একটি দল অভিযানে বের হয়। তারা পাগলা শাহীবাজার এলাকায় মাদক উদ্ধারে গেলে সন্ত্রাসীরা পুলিশের ওপর আক্রমণ শুরু করে। পরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়। পরে গোলাগুলি হতে দেলপাড়ার ক্যানেলপাড় এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ওইখানেই কিলার মোক্তার ও তার দেহরক্ষী মানিক নিহত হয়। নিহত দু’জনের লাশ ঢাকার মির্টফোড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার, ৮ রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি ছোড়া উদ্ধার করেছে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) শরফুদ্দিন জানান, পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে কিলার মোক্তার ও তার সহযোগী মানিক নিহত হয়েছে। এ ঘটনায় ডিবির এএসআই আব্দুল আজিজ পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহত আজিজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোক্তার ফতুল্লার থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
×