ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পরকীয়ার জের ধরে গার্মেন্টস কর্মী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। রায়ে একই সঙ্গে দ-প্রাপ্ত আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদ- দেয়া হয়েছে। বুধবার জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তের নাম আব্দুস সাত্তার। জানা গেছে, প্রায় ১৫ বছর আগে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার এনায়েতপুর এলাকার ইব্রাহিমের ছেলে আঃ সাত্তারের সঙ্গে একই এলাকার মৃত সাহেদ আলী ম-লের মেয়ে হাসিনা বেগমের বিয়ে হয়। তারা গাজীপুর সিটি কর্পোরেশনের বাড়িয়ালী এলাকার শাহজাহান ড্রাইভারের বাড়ি ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করত। তাদের আকাশ (১০) ও পুষ্প (১৪) নামের দুই সন্তান রয়েছে। গত বছরের ৫ মার্চ প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ির উদ্দেশে বারবৈকা এলাকার ডেন্ডি ফেক্স সুয়েটার কারখানা থেকে বের হয়ে নিখোঁজ হয় হাসিনা।
×