ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ মেডিক্যালে শহীদ দিবস পালন

প্রকাশিত: ০৫:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ মেডিক্যালে শহীদ দিবস পালন

স্টাফ রিপোর্টার ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। কর্মসূচীর মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় বক্তারা সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের আহ্বান জানান। মঙ্গলবার ভোরে বাংলাদেশ মেডিক্যাল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা কলেজ ক্যাম্পাসে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে সাত মসজিদ রোড হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে একটি র‌্যালি। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কলেজের অধ্যক্ষ অধ্যাপক তৈমুর নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন একুশে পদক- ২০১৭ প্রাপ্ত অধ্যাপক ডা. মাহমুদ হাসান। বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাবুদা সুলতানা, বাংলাদেশ মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক ফজলুল কাদের, অধ্যাপক লুৎফুল কবির ও অধ্যাপক ডা. আবদুর রউফ সরদার। এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ধারণ করা হয়। আর আলোচনা সভা শেষে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
×