ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর্থিক খাতের লভ্যাংশ ঘোষণা শুরু

প্রকাশিত: ০৪:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০১৭

আর্থিক খাতের লভ্যাংশ ঘোষণা শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা অনুযায়ী হিসাব বছর শেষে আর্থিক খাতের কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণা আসতে শুরু করেছে। জাতীয় শোক দিবসের মঙ্গলবারের সরকারী ছুটির আগ পর্যন্ত লভ্যাংশ ঘোষণা করেছে সাত ব্যাংক, ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও বীমা খাতের সাত কোম্পানি। এগুলোর লভ্যাংশের পরিমাণ ছিল সর্বনিম্ন ১৩ থেকে ৩০ শতাংশ। আগামী সপ্তাহে আরও পাঁচ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করবে। প্রধান শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত ব্যাংক কোম্পানির সংখ্যা ৩০, ব্যাংক-বহির্ভূত আর্থিক খাতের ২৩ ও বাকি ৪৭টি বীমা খাতের। বাজার সংশ্লিষ্টদের কথা বলে জানা গেছে, চলতি বছরে ভাল লভ্যাংশ ঘোষণার কোম্পানিতে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। যার কারণে লভ্যাংশ ঘোষণার পর এবং ঘোষণা করতে যাওয়া কোম্পানিগুলোর প্রতি আগ্রহ বেড়েছে। সার্বিক লেনদেনেও কোম্পানিগুলো স্থান করে নিয়েছে। ইতোমধ্যে ঘোষিত এসব লভ্যাংশ বেশ আকর্ষণীয় হওয়ায় অন্য কোম্পানিগুলোও ভাল লভ্যাংশ দিতে পারে এমন আশায় পুনরায় শেয়ার কিনছেন অনেক বিনিয়োগকারী। বিশেষত ব্যাংকের শেয়ার চাহিদা বৃদ্ধি পাওয়ায় সোমবার এ খাতের প্রায় সব শেয়ারের দর বেড়েছে। ডিএসইতে ২৫ ব্যাংক কোম্পানির দর বৃদ্ধির বিপরীতে মাত্র দুটির দর কমেছে ও বাকি তিনটির দর অপরিবর্তিত থেকেছে। ব্যাংকের শেয়ারের দর বৃদ্ধি ডিএসইর লেনদেনকে আবার প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকায় উন্নীত করতে বেশ অবদান রেখেছে। সোমবার চার কোম্পানির লভ্যাংশবিষয়ক পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক ২০ শতাংশ নগদ, প্রাইম ইন্স্যুরেন্স ১৩ শতাংশ নগদ, আইডিএলসি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। অবশ্য প্রাইম ফিন্যান্সের পর্ষদ শেয়ারপ্রতি ৩ টাকা ৪৮ পয়সা লোকসান হওয়ায় কোন লভ্যাংশ না দেয়ার প্রস্তাব করেছে। এর আগে গত ১১ ফেব্রুয়ারি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ২০ শতাংশ নগদ, ১৩ ফেব্রুয়ারি লঙ্কাবাংলা ফিন্যান্স ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস, ১৯ ফেব্রুয়ারি আইপিডিসি ২০ শতাংশ বোনাস শেয়ার প্রদানের সুপারিশ করে। এ ছাড়া গত ১৮ ফেব্রুয়ারি আল-আরাফাহ ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার থাকলেও বিশেষ কারণে তা স্থগিত হয়েছে। আজ বুধবার থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে আরও পাঁচ কোম্পানি লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এর মধ্যে বুধবার ডাচ্-বাংলা ব্যাংক, বৃহস্পতিবার ইউনাইটেড ফিন্যান্স ও রিলায়েন্স ইন্স্যুরেন্স, শনিবার মার্কেন্টাইল ব্যাংক এবং রবিবার ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ আর্থিক হিসাব পর্যালোচনা ও লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসবে। অন্যদিকে আর্থিক খাতের বাইরে সিঙ্গার বিডির লভ্যাংশ নির্ধারণী-সংক্রান্ত সভা রবিবার অনুষ্ঠিত হবে। এদিকে এই সভাকে কেন্দ্র করে ইতোমধ্যে কোম্পানির শেয়ারদর বাড়তে শুরু করেছে। সোমবার ও কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ২ টাকা। সারা দিনে কোম্পানিটির মোট ২৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির এই বছরের সর্বনিম্ন দর ছিল ১৩৭ টাকা এবং সর্বোচ্চ দর ২২৮.৯০ টাকা। সিমেন্ট খাতের হিডেলবার্গ সিমেন্টের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। দিনটিতে সপ্তাহ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ প্রদানের সুপারিশ আসতে পারে। আগের বছর কোম্পানিটি ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল। এছাড়া সিরামিক খাতের আরএকে সিরামিক নামের কোম্পানিটির ইতোমধ্যে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।
×