ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্য অমার্জনীয় অপরাধ ॥ নাসিম

প্রকাশিত: ০১:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০১৭

শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্য অমার্জনীয় অপরাধ ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্যকে অমার্জনীয় অপরাধ উল্লেখ করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন-৭১ সালে পাক বাহিনীর হাতে ৩০ লাখ বাঙ্গালীর শহীদের বিষয়টি হয় জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মুক্তিযুদ্ধের সময পাকি ছাউনিতে বসবাসরত বেগম খালেদা জিয়ার শহীদদের সংখ্যা নিয়ে যে মন্তব্য করেছেন তা শহীদদের প্রতি অশ্রদ্ধার শামিল। ক্ষমার অযোগ্য। এমন বিভ্রান্তিকর বক্তব্যের জন্য তাঁর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। তা না হলে এদেশের জনগণই তাঁর বিচার করবে। তিনি মঙ্গলবার কাজীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২-র ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করেন ও কিছুক্ষন সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি মহান আর্ন্তজাতিক ভাষা দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা আওয়ামলীগের সভাপতি শওকত হোসেন, সাধারন সম্পাদক খলিলুর রহমান সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। পরে তিনি তাঁর নির্বাচনী এলাকা গান্ধাইল ইউনিয়নে গণসংযোগ করেন এবং বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি’র বক্তব্য অসাড় মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন- অহেতুক ধুম্রজাল সৃষ্টি করছে। রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টির জন্য বিএনপি এই কাজ করছে। এর কোন ভিত্তি নেই। সংসদীয় গণতন্ত্রের দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর কোন বিকল্প নেই। তিনি আরো বলেন সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে। সেই নির্বাচনে উন্নয়নের জন্য জনগণ শেখ হাসিনা এবং তাঁর দলকেই ভোট দেবে। ভাল কাজের মুল্যায়ন জনগণ করবে। তিনি বলেন বিএনপি তাদের অস্তিত্ব রক্ষার কারনেই আগামী নির্বাচনে অংশ নিতে বাধ্য হবে ।
×