ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজি ॥ সোনারগাঁয়ে দুই এসআই ক্লোজড

প্রকাশিত: ০৪:১৬, ২১ ফেব্রুয়ারি ২০১৭

চাঁদাবাজি ॥ সোনারগাঁয়ে দুই এসআই ক্লোজড

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২০ ফেব্রুয়ারি ॥ এক শিল্প প্রতিষ্ঠানের মালিক বিল্লাল হোসেনের কাছে চাঁদা চাওয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশের দুই এসআই আমিনুল ইসলাম ও এসআই আব্দুল লতিফকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। সোমবার সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে তাদের ক্লোজ করা হয়। এদিকে ঘটনাটি তদন্ত করতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সময় পুলিশের সঙ্গী মাদক বিক্রেতা জয়নাল, শামীম ও হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরবাগ এলাকায় সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক আমিনুল ও আব্দুল লতিফ তাদের সঙ্গী দুই কনস্টেবল নিয়ে সাদা পোশাকে কাউছার টেক্সটাইল মিলের আশপাশে অবস্থান নেয়। এ সময় স্থানীয় কারাবন্দী সন্ত্রাসী ও মাদক বিক্রেতা হিমেলের স্ত্রী রুমা আক্তারকে কৌশলে ওই শিল্পকারখানার ভেতরে পাঠিয়ে মালিক বিল্লাল হোসেনের অবস্থান নিশ্চিত করে। পরে এসআই আমিনুল ইসলাম ও এসআই আব্দুল লতিফ, দুই কনস্টেবল ও স্থানীয় সন্ত্রাসী হাবিবুর রহমান হাবিব, মিঠু মিয়া, গোলজার, জয়নালকে সঙ্গে নিয়ে শিল্পকারখানার ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে কারখানা মালিক বিল্লাল হোসেনকে আটক করে মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় বিল্লাল হোসেন ডাকাত বলে চিৎকার শুরু করে। বিষয়টি এলাকাবাসী শুনতে পেরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী একত্রিত হয়ে তাদের অবরুদ্ধ করে। পরে অবরুদ্ধদের মধ্যে দুইজন নিজেকে থানা পুলিশের এসআই ও দুইজন কনস্টেবল বলে দাবি করেন। পুলিশ অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) সাজিদুর রহমান ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়েদুল হক রাত ১১টায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন। জীবনানন্দ পদক পেলেন দুই কবি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার সমাপনী অনুষ্ঠানে রবিবার রাতে জীবনানন্দ পদক প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও বরিশাল ফাউন্ডেশনের উদ্যোগে সাহিত্য ও সংস্কৃতি, বাংলা কাব্য ও সাহিত্যে অনবদ্য অবদান রেখে বরিশালকে আলোকিত করার স্বীকৃতি স্বরূপ রূপসী বাংলার কবি জীবনানন্দ পদক পুরস্কারে ভূষিত করা হয় বাংলা কাব্যের কবি আসমা চৌধুরী ও নিখিল কুমার সেন গুপ্তকে। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে তিন দিনব্যাপী মেলার শেষদিনে জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জানের সভাপতিত্বে মেলায় পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। ১৭ ফেব্রুয়ারি জীবনানন্দ দাসের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার ইউনুস। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেট অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জল করায় বরিশালের সন্তান জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি এবং টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ হোসেন ও ত্রিশাল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনকে জীবনানন্দ মেলা উপলক্ষে বরিশাল জেলা প্রশাসক পদক প্রদান করা হয়।
×