ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ডুব’ নিয়ে শাওন যা বললেন

প্রকাশিত: ০৫:০৩, ২০ ফেব্রুয়ারি ২০১৭

‘ডুব’ নিয়ে শাওন যা বললেন

স্টাফ রিপোর্টার ॥ ‘ভারতের আনন্দবাজার সংবাদ মাধ্যম থেকে ‘ডুব’ চলচ্চিত্রের পটভূমি সম্পর্কে জানতে পারি। আমাকে জানানো হয় চলচ্চিত্রটি হুমায়ূন আহমেদের জীবনকে ঘিরে। তার পরিবারের সদস্যের চরিত্রও এতে উঠে এসেছে, যার মধ্যে আমিও আছি। পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি এটি হুমায়ূন আহমেদের জীবনের স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়, এর মূল চরিত্রের অভিনয়শিল্পী ভারতের ইরফান খান শূটিংয়ের আগে হুমায়ূন আহমেদের প্রচুর ভিডিও দেখেছিলেন। এসব নিয়ে তিনি হোমওয়ার্ক করেছিলেন। চলচ্চিত্রের আরেক অভিনয়শিল্পী পার্নো মিত্র তার ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে উল্লেখ করেছেন তার অভিনীত চরিত্রের নাম মেহের আফরোজ শাওন। যদিও কিছুক্ষণ পর তা সম্পাদনা করে বাদ দেন। সঙ্গত কারণেই আমি আশঙ্কা বোধ করি। কেননা চলচ্চিত্রটির পরিচালক তার কোন মন্তব্যই এর সঙ্গে হুমায়ূন আহমেদের জীবনের সম্পৃক্ততার কথা স্পষ্টভাবে অস্বীকার করেননি’। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন চলচ্চিত্র ‘ডুব’ সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরতে ধানম-ির দক্ষিণ হাওয়া বাসায় রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। তিনি বলেন, আমার আশঙ্কা আরও প্রবল হয়, যখন ‘ডুব’ চলচ্চিত্রের অভিনয় শিল্পী রোকেয়া প্রাচী তার সাক্ষাতকারে স্পষ্ট করে বলেন, এটি হুমায়ূন আহমেদের জীবনকাহিনি। এতে চলচ্চিত্রের কাহিনির যে সার সংক্ষেপ জানা যায় তার হুমায়ূন আহমেদের জীবনের কিছু বিতর্কিত অংশ যার সত্যতা নিয়ে বিভ্রান্তি আছে। চলচ্চিত্রে ভুল তথ্য পাবেন হুমায়ূন ভক্ত ও নতুন প্রজন্ম। আমার দুটি ছোট সন্তান আছে। তাদেরও ভবিষ্যত আছে। বিভ্রান্তিমূলক তথ্যের মধ্যে তারা কেন বিব্রতকর পরিস্থিতিতে পড়বে? এসব বিবেচনায় হুমায়ূন আহমেদের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র নিয়ে আমার আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে। সেই আশঙ্কা থেকেই ১৩ ফেব্রুয়ারি সেন্সরবোর্ডে আমি একটি চিঠি দেই। এতে অনুরোধ করা হয়, আমি যেই আশঙ্কাগুলো করছি, চলচ্চিত্রটি দেখার সময় সেই বিষয়গুলো যাচাই বাছাই করে যেন তারা সিদ্ধান্তে উপনীত হন। এতে যদি কোন আপত্তিকর বিষয় থাকে, সেগুলো যেন যথাযথভাবে পরিবর্তন এবং পরিশোধন করে মুক্তি দেয়া হয়। তিনি আরও বলেন, আমি নিজেও একজন চলচ্চিত্র নির্মাতা। কোন নির্মাতা বা তার নির্মাণের সঙ্গে আমার কোন বিরোধ নেই। আমি কোন চলচ্চিত্র নিষিদ্ধের কথাও বলিনি। কিন্তু হুমায়ূনের স্ত্রী হিসেবে এবং তার একজন ভক্ত পাঠক হিসেবে হুমায়ুন আহমেদকে ভুলভাবে উপস্থাপন করা কোন চলচ্চিত্রের পক্ষে আমার অবস্থান থাকবে না এটাই স্বাভাবিক। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাওন বলেন, যদি বিভ্রান্তিমূলত তথ্য দিয়ে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হয়, তাহলে তিনি আইনের আশ্রয় নেবেন। যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রের বাংলাদেশী প্রযোজক জাজ মাল্টিমিডিয়া।
×