ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অফিস পরিবর্তন করেছে বিএসইসি

প্রকাশিত: ০৪:৫২, ২০ ফেব্রুয়ারি ২০১৭

অফিস পরিবর্তন করেছে বিএসইসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অফিস পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বিএসইসি নতুন অফিস আগারগাঁও ই-৬/সি, শের-ই-বাংলা নগরে স্থানান্তর করেছে। চলতি মাস থেকেই বিএসইসির বিভিন্ন শাখা স্থানান্তরের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে বিএসইসির ৮০ ভাগ শাখা নতুন ভবনে চলে গেছে। আর বাকিটাও এই মাসেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। এর আগে গত ৮ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে নবনির্মিত এই ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার শেরেবাংলা নগরে ৬০ কোটি টাকা ব্যয়ে শূন্য দশমিক ৩৩ একর জমিতে ‘সিকিউরিটিজ কমিশন ভবন’ নির্মাণ করা হয়েছে। ২০১৩ সালের ২৪ নবেম্বর শেখ হাসিনা এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। নকশা অনুযায়ী, ১০ তলা এ ভবনের মোট আয়তন ৮৯ হাজার ২৫০ বর্গফুট। বিএসইসির নিজস্ব অফিস ছাড়াও আন্তর্জাতিক মানের কনফারেন্স হল, বিশেষ ট্রাইব্যুনালের বিচারের এজলাস, লাইব্রেরি, ডে-কেয়ার সেন্টার ও ক্যান্টিন থাকবে এ ভবনে। আনোয়ার গ্যালভানাইজিংয়ের ক্যাটাগরি পরিবর্তন অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্যাটাগরি পরিবর্তন হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের। এদিকে এ কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য আগামী ৩০ কার্যদিবস কোন ধরনের মার্জিন ঋণ সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আনোয়ার গ্যালভানাইজিং। এর ফলে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি। আর এ ক্যাটাগরির অধীনে আজ সোমবার থেকে শুরু হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।
×