ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উদীচীর অমর একুশের আয়োজন

প্রকাশিত: ০৩:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

উদীচীর অমর একুশের আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ অমর একুশের বীর ভাষা শহীদদের স্মরণে রাজধানীতে তিন দিনের কর্মসূচী শুরু করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। কর্মসূচীর প্রথম দিনে শুক্রবার বিকেলে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে আয়োজিত হয় শহীদ স্মরণ। অনুষ্ঠানের শুরুতে তিনটি দলীয় সঙ্গীত পরিবেশন করেন উদীচী তেজগাঁও শাখার শিল্পী-কর্মীরা। তাদের পরিবেশনায় ছিল ‘সালাম সালাম হাজার সালাম’, ‘মুক্তির মন্দির সোপান তলে’ ও ‘ফাল্গুন চৈত্রের ফুলগুলিরে লাল বানাইলা’। এরপর শুরু হয় আলোচনা সভা। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে এতে অংশ নেন সাবেক ছাত্রনেতা আলী আকবর টাবি, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন ও উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান। আলোচনা সভায় বক্তারা অবিলম্বে সর্বস্তরে বাংলা ভাষা চালুর জন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। আলোচনার পর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। এ পর্বে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের আবৃত্তি বিভাগ। এছাড়া একক আবৃত্তি পরিবেশন করেন তামান্না তিথি। উদীচীর বিভিন্ন শাখা সংসদের শিল্পী-কর্মীরা ছাড়াও সঙ্গীত, আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীরা। সবশেষে ছিল উদীচীর জনপ্রিয় প্রযোজনা ‘ইতিহাস কথা কও’ এর প্রদর্শনী। উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম রচিত বাংলা ও বাঙালীর আহমান কালের ইতিহাসভিত্তিক এ গীতিনাট্যটির এবার ৪০ বছর পূর্তি হয়েছে।
×