ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দোতলা বাড়ি নির্মাণে ব্যয় দেড় লাখ টাকা ॥ পেশকারের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:২০, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

দোতলা বাড়ি নির্মাণে ব্যয় দেড় লাখ টাকা ॥ পেশকারের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দোতলা বাড়ির নির্মাণ ব্যয় মাত্র দেড় লাখ টাকা! দুদকের কাছে দেয়া তথ্য বিবরণীতে অবিশ্বাস্য এ তথ্য দিয়েছেন জেলা জজ আদালতের সাবেক পেশকার এসএম আনসার আলী। এ কারণে দুুদক তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করেছে। সম্পদের তথ্য বিবরণীতে জ্ঞাতবহির্ভূত আয় গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক শহিদুল ইসলাম মোড়ল বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় মামলাটি করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এসএম আনসার আলী বর্তমানে যশোর শহরের পোস্ট অফিসপাড়ায় বসবাস করেন। জেলা জজ আদালতের পেশকার হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। কেশবপুরের আলতাপোল গ্রামে স্ত্রীর নামে দোতলা ভবন নির্মাণ করেন। ওই ভবনের ব্যয় বিবরণীতে তিনি ১০ লাখ ৩৪ হাজার ৭৭৭ টাকা কম দেখিয়েছেন। দুদক কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৭ জুলাই আনসার আলী দুদকে তথ্য বিবরণী দাখিল করেন। সেখানে দোতলা ভবন নির্মাণের ব্যয় এক লাখ ৫০ হাজার টাকা দেখিয়েছেন। দুদক গণর্পূত বিভাগের সহযোগিতায় ওই ভবনের নির্মাণ ব্যয় নির্ণয় করে প্রতিবেদন দাখিল করে ২০১৬ সালের ২৯ আগস্ট। সেখানে দেখা গেছে, ওই ভবন নির্মাণে খরচ হয়েছে ১১ লাখ ৪৪ হাজার ৭৭৭ টাকা।
×