ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব শিশু ক্যান্সার দিবসে বঙ্গবন্ধু মেডিক্যালে র‌্যালি

প্রকাশিত: ০৪:০৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

বিশ্ব শিশু ক্যান্সার দিবসে বঙ্গবন্ধু মেডিক্যালে র‌্যালি

বিশ্ব শিশু ক্যান্সার দিবস উপলক্ষে বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শিশু হেমাটোলজি এ্যান্ড অনকোলজি বিভাগের উদ্যোগে এ র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে ডি-ব্লকে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, শিশু হেমাটোলজি এ্যান্ড অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ চৌধুরী ইয়াকুব জামাল প্রমুখ। -বিজ্ঞপ্তি বৃষ্টি থেকে রক্ষা পেতে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে রাফায় বুধবার ফিলিস্তিনী শিশুরা কার্ডবোর্ড নিয়ে হাঁটছে। তীব্র ঠা-ার মধ্যে বৃষ্টির হাত থেকে নিজেদের রক্ষা করতে তারা এগুলো ব্যবহার করবে। -এএফপি বিক্ষোভ ইউরোপীয় পার্লামেন্টে ভোটাভুটির সময় ফ্রান্সের স্ট্রসবার্গে গ্রীনপিসের কর্মীরা বুধবার ট্রান্সআটলান্টিক ট্রেড এ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ (টিটিআইপি) ও ইইউ-কানাডা কমপ্রিহেন্সিভ ইকোনমিক এ্যান্ড ট্রেড এ্যাগ্রিমেন্টের (সিটা) বিরুদ্ধে বিক্ষোভ করেন। -এএফপি
×