ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বনদস্যুর বন্দুকযুদ্ধ ॥ আটক ২

প্রকাশিত: ০৪:৫৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বনদস্যুর বন্দুকযুদ্ধ ॥ আটক ২

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়া এলাকায় র‌্যাব-৮ এর সঙ্গে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর বনদস্যু নুরু বাহিনীর প্রধান নুর হোসেন ওরফে নুরু ও তার সেকেন্ড ইন কমান্ড আব্বাসকে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত আধা ঘণ্টাব্যাপী ছোটকলাগাছিয়া এলাকার পশুরতলা খালে উভয় পক্ষের শতাধিক রাউন্ড গুলিবিনিময়ের একপর্যায়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি বিদেশি বন্দুক ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক বনদস্যু নুর হোসেন যশোর জেলার শার্শা থানার বাগআচড়া গ্রামের জাকের আলী দালালের ছেলে এবং তার সেকেন্ড ইন কমান্ড আব্বাস আলী গাজী সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের মৃত বশির গাজীর ছেলে। র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ছোটকলাগাছিয়া এলাকার পশুরতলা খালে বনদস্যু নুরু বাহিনী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ডিএডি আমজাদ হোসেনের নেতৃত্বে র‌্যাবের দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যু নুরু বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে নুর হোসেন ওরফে নুরু ও আব্বাসকে র‌্যাব সদস্যরা আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। পরে আটক দুই বনদস্যুর দেয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে ২টি বিদেশী একনালা বন্দুক, ১টি বিদেশী দোনালা বন্দুক, ১টি বিদেশী কাটা রাইফেল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সাবেক এমপি শহিদুলের কারাদ- নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী/ বাউফল, ১৩ ফেব্রুয়ারি ॥ জ্ঞাত-আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন করায় দুদক আইনে পটুয়াখালী-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে ৯ বছর সশ্রম কারাদ-, ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদ- ও অবৈধ অর্জিত ২৩ লক্ষাধিক টাকার সম্পদ বাজেয়াপ্তের আদেশ দিয়েছে জেলা বিশেষ ও দায়রা জজ আদালত। আজ দুপুরে জনাকীর্ণ আদালতে ২০০৪ সালের দুদক আইনের ২৬ এর ২ ও ২৭ এর ১ ধারায় আদালতের বিচারক বাসুদেব রায় এ রায় ঘোষণা করেন। সম্পদ বিবরণীতে তথ্য গোপন করায় ২০১০ সালের ২৫ এপ্রিল সমন্বিত জেলা কার্যালয় (সজেকা’র) সহকারী পরিচালক লুৎফর রহমান মামলা করেন। টাঙ্গুয়ার হাওড়ে জেলেদের হামলায় নিহত ১ নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ১৩ ফেব্রুয়ারি ॥ তাহিরপুরে টাঙ্গুয়ার হাওড়ে জেলেদের হামলায় মুছাব্বির মিয়া (৫৫) নামে অপর এক জেলে নিহত হয়েছেন। রবিবার রাত ২টার দিকে হাওড়ের মাছের অভয়াশ্রম খ্যাত আলমদোয়ার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুছাব্বির মিয়া তাহিরপুর উপজেলার ছিলানিতাহিরপুর (নতুনহাটি) গ্রামের বাসিন্দা। এলাকাবাসী জানান, গভীর রাতে টাঙ্গুয়ার হাওড়ের মাছের অভয়াশ্রম হিসেবে পরিচিত আলমদোয়ার এলাকায় মোছাব্বির মিয়া তার ছেলে তোফায়েলকে নিয়ে ছোট নৌকাযোগে গুঁই দিয়ে মাছ শিকার করছিলেন। এ সময় খালাশ্রীপুর গ্রামের খালিক মিয়ার ছেলে বদিউজ্জামান এক দল জেলেদের নিয়ে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করার সময় মোছাব্বির মিয়ার নদীতে পাতানো গুঁইগুলোর ক্ষতি হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘবদ্ধ মাছ শিকারি চক্রটি মুছাব্বির মিয়াকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তেল পাচারের সরঞ্জামাদি উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৩ ফেব্রুয়ারি ॥ সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের শ্রীনিধি এলাকায় ট্রেন থেকে তেল পাচারকালে ৩০০ লিটার তেলসহ পাচারের সরঞ্জামাদি উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। এ সময় পুলিশের অবস্থান টের পেয়ে তেল চোরাই চক্রের সদস্যরা পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৮০২নং কন্টেইনার ট্রেন থেকে তেল পাচারের সময় ভৈরবের পার্শ্ববর্তী ৪১নং ব্রিজসংলগ্ন স্থান থেকে তেলসহ পাচারের কাজে ব্যবহৃত দুটি ভ্যানগাড়ি, ৮টি খালি ড্রাম, বিপুল পরিমাণ প্লাস্টিকের পাইপ উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তেল পাচারে জড়িত স্থানীয় ব্যক্তিরা পালিয়ে যায়।
×