ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্ষুদ্রচাষীদের সহায়তায় সিনজেনটা ইউএসএইড-এইএসএ প্রজেক্টের চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৫:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

ক্ষুদ্রচাষীদের সহায়তায় সিনজেনটা ইউএসএইড-এইএসএ প্রজেক্টের চুক্তি স্বাক্ষর

রবিবার সিনজেনটা বাংলাদেশ এবং ইউএসএইডের এইএসএ প্রজেক্টের মধ্যে একটি কার্ড চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ কার্ড হচ্ছে ডেবিট কার্ড যা ব্যাংক এশিয়া প্রজেক্ট এরিয়ার ক্ষুদ্র চাষীদের প্রদান করবে এবং এই কার্ডের মাধ্যমে ক্ষুদ্র চাষী সিনজেনটার ‘কৃষিতে সিনজেনটা’ রিটেইলারের কাছ থেকে গুণগত মানসম্পন্ন কৃষি পণ্য যেমন, সার, বীজ, কীটনাশক ক্রয় করতে পারবে। ইউএসএইডের এইএসএ প্রজেক্টের চীফ অব পার্টি বিদুত কে মহলদার এবং সিনজেনটা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদুল হাসান প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। -বিজ্ঞপ্তি
×