ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় পর্যটকদের বাসে ফ্রি স্টাইলে চাঁদাবাজি

প্রকাশিত: ০৪:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

কুয়াকাটায় পর্যটকদের বাসে ফ্রি স্টাইলে চাঁদাবাজি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১০ ফেব্রুয়ারি ॥ বরিশাল থেকে কুয়াকাটায় পর্যটক নিয়ে রিজার্ভ আসছিলেন হাওলাদার বাস নিয়ে একদল পর্যটক। কলাপাড়া পৌরশহর লাগোয়া শেখ কামাল সেতু পার হয়ে ফেরার পথে তাকে পৌরটোল বাবদ এক শ’ টাকা দিতে বাধ্য করা হয়েছে। একই দশায় পড়েছে সৌখিন বাসের পর্যটকরা। এভাবে নয়টি পর্যটকবাহী বাস থেকে সমহারে টাকা আদায় করা হয়েছে। সড়ক ও জনপথের মহাসড়ক পেরিয়ে এসব বাস কুয়াকাটায় যাওয়া-আসা করছে। এক ইঞ্চি জায়গাও মাড়ায়নি এসব বাস। কিন্তু এভাবে পৌর করের নামে চাঁদা দিতে বাধ্য করা হয়। এসব বাসের চালকরা অনুনয় করছিল ৫০ টাকা করে দেয়ার কিন্তু আদায়কারী রাজাসহ তার নিয়োজিত লোকজন কারও কোন কথা মানতে নারাজ। পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার অনেক আগেই পর্যটকবাহী কোন বাস-মাইক্রোসহ কোন যানবাহন থেকে পৌরটোল না নেয়ার। কিন্তু কেউ মানছেন না। জানা গেছে, পৌরসভায় প্রবেশ করলে কিংবা পৌর এলাকায় অবস্থান করলে পৌর টোল হিসেবে বড় ট্রাকপ্রতি এক শ’ টাকা, মাঝারি ট্রাক ৭৫ টাকা, ছোট পিকআপ-ট্রাক পঞ্চাশ টাকা, মাহেন্দ্র ৩০ টাকা, টমটম কুড়ি টাকা, অটোবাইক কুড়ি টাকা, হোন্ডা ১০ টাকা আদায় করার। কিন্তু পৌরসভায় প্রবেশ না করলে কোন ধরনের পৌর টোল আদায়ের নিয়ম নেই। কিন্তু এসব উপেক্ষা করে এমন চাঁদাবাজি চলছে ফ্রি স্টাইলে। পর্যটকবাহী এক বাসের সুপারভাইজার মোঃ সোহেল জানান, টাকা না দিলে অশালীন গালাগাল করা হয়। রাজা মিয়া সোজা-সাপটা জানান, তিনিসহ মাসুম, কালাম বয়াতী, মুসা, খোকন, রেজাউল ও অলি এসব টাকা আদায় করেন। জেলা প্রশাসক একেএম শামীমুল হক সিদ্দিকী জানান, জড়িতদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানান, পৌরসভার নির্ধারিত টোলরেট রয়েছে। এর বাইরে কোন টাকা আদায়ের সুযোগ নেই। এছাড়া কুয়াকাটাগামী বাস-ট্রাকসহ কোন ধরনের যানবাহন থেকে পৌর টোল আদায় করা যাবে না। কলাপাড়া পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পৌর কাউন্সিলর আল-আমিন সরদার জানান, শ্রমিক ইউনিয়নের নামে কোন যানবাহন থেকে টাকা আদায় করা নিষিদ্ধ।
×