ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক সিলেট উৎসব ৬-৭ মার্চ

প্রকাশিত: ০৫:৫০, ১২ ফেব্রুয়ারি ২০১৭

আন্তর্জাতিক সিলেট উৎসব ৬-৭ মার্চ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ আগামী ৩ মার্চ ঢাকায় ও ৬ মার্চ সিলেটে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সিলেট উৎসব ২০১৭। জালালাবাদ এ্যাসোসিয়েশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই উৎসবটির উদ্বোধন করবেন উৎসবের প্রধান উপদেষ্টা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ‘শান্তি ও সমৃদ্ধির জন্য সম্প্রীতির অভিযাত্রা’- প্রতিপাদ্য সামনে রেখে সিলেট বিভাগের সামাজিক সংগঠন হিসেবে ঢাকাস্থ জালালাবাদ এ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘আন্তর্জাতিক সিলেট উৎসব ২০১৭’ শীর্ষক সম্মেলন ও মিলনমেলা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। ৩ থেকে ৪ মার্চ ঢাকায় এবং ৬ থেকে ৭ মার্চ সিলেটে ২ দিনব্যাপী এ উৎসবে থাকবে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে প্রবাসীদের মিলনমেলায় নানা আয়োজন। শনিবার দুপুর ১২টায় সিলেট স্টেশন ক্লাবে জালালাবাদ এ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন তথ্য জানান সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য পাঠ করেন আন্তর্জাতিক সিলেট উৎসবের আহ্বায়ক আবু হোসেন চৌধুরী। সিলেট কর্মসূচীর যুগ্ম সমন্বয়কারী জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে এম মোমেন ও প্রবাসী কল্যাণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সি এম কয়েস সামিসহ আন্তর্জাতিক সিলেট উৎসব আয়োজনে সিলেটে প্রায় তিনশত সদস্য বিশিষ্ট আয়োজক ও বাস্তবায়ন কমিটি কাজ করে যাচ্ছে। মরমী সাধক হাসন রাজা, রাধারমণ দত্ত, শিতালং শাহ, সৈয়দ শাহনূর, আরকুম শাহ, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সঙ্গীত ধারায় স্নাত শ্রীচৈতন্যের পিতৃভূমি সিলেট। সিলেটের অনিন্দ্যসুন্দর নৈসর্গিক শ্যামলিমায় মুগ্ধ হয়েছেন বিশ্বখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই জনপদের রয়েছে আরও অনেক বর্ণাঢ্য ইতিহাস। জাতীয় উন্নয়ন ধারায় সম্পৃক্ত হয়ে বাংলাদেশের যে কয়েকটি সংগঠন কাজ করে যাচ্ছে জালালাবাদ এ্যাসোসিয়েশন, ঢাকা তার মধ্যে অন্যতম। সংগঠনের সভাপতি সিএম তোফায়েল সামি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশার পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ শেষে মুক্ত আলোচনায় বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী, গোলাম মেহেদী চৌধুরী, সিএম কয়েস সামী, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, ফাহিমা চৌধুরী মনি, তাহমিনা আক্তার রুমি, প্রবাসী সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সংগঠনের সহ-সভাপতি আব্দুল মজিদ চৌধুরী প্রমুখ।
×