ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০১৭

টুকরো খবর

সীমান্তে ৮ মানব কঙ্কাল জব্দ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ভারত থেকে পাচার করে নিয়ে আনার সময় রাজশাহী সীমান্তে ৮টি মানব কঙ্কাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে কঙ্কালগুলো জব্দ করা হয়। দুপুরে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির চর মাজারদিয়া সীমান্ত ফাঁড়ির একটি টহল দল ঘোষপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাচালানিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কঙ্কালগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে খ- খ- অবস্থায় মানুষের ৮টি কঙ্কাল জব্দ করা হয়। কঙ্কালগুলোর আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা। প্রচলিত নিয়ম অনুযায়ী কঙ্কালগুলো শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। সংঘর্ষ থামাতে ২০ রাউন্ড গুলি নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১১ ফেব্রুয়ারি ॥ কেন্দুয়া উপজেলার চিথোলিয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষ থামাতে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, চিথোলিয়া গ্রামের ছামেদ আলী ও আবু তাহেরদের সঙ্গে একই গ্রামের এখলাছ মিয়া ও তার লোকজনের জমিজমা এবং একটি কালভার্টের পাশে বাঁধ দেয়াকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে পুলিশ পৌঁছে ২০ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে ৬-৭ জন আহত হয়। অবস্থান কর্মসূচী স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রেলওয়ের প্রস্তাবিত দক্ষিণাঞ্চলের নতুন সদর দফতর খুলনায় স্থাপনের দাবিতে খুলনা উন্নয়ন ফোরামের উদ্যোগে শনিবার সকালে খুলনা রেলস্টেশনে অবস্থান ও অবরোধ কর্মসূচী পালন করা হয়। উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দনের সভাপতিত্বে মহাসচিব এমএ, কাশেমের পরিচালনায় অবস্থান কর্মসূচীর সমাবেশে বক্তব্য রাখেনÑ বিভাগীয় আয়কর আইনজীবী সমিতির সভাপতি শাহনেওয়াজ আলী, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের সভাপতি শেখ নাসির উদ্দিন, খুলনা জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাডভোকেট মঞ্জিলুর রহমান, এ্যাডভোকেট আনোয়ারা মমতাজ প্রমুখ। টেকনিক্যাল কলেজ দাবিতে মানববন্ধন সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ১১ ফেব্রুয়ারি ॥ মাধবপুর উপজেলা সদরে টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ প্রতিষ্ঠার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের ৩ কিলোমিটারজুড়ে প্রায় ১০ হাজার লোকের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ বাস্তবায়ন পরিষদের আহ্বানে শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এছাড়া বাজারের প্রায় ২ হাজার ব্যবসায়ী সকাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেয়। টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহার সভাপতিত্বে এবং সাংবাদিক আলাউদ্দিন আল রনির পরিচালনায় বক্তব্য রাখেনÑ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক পাঠান, জেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা সুকোমল রায়, মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কান্তি পাল প্রমুখ। ট্রেনে কেটে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে শনিবার এক যুবক নিহত হয়েছে। প্রায় ৩৩ বয়সের ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, কালীগঞ্জ উপজেলার বাগারপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে শনিবার সকালে নিহত এক যুবকের দেহের কয়েকটি টুকরো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে দুপুরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। পার্বত্য বইমেলা শুরু নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১১ ফেব্রুয়ানি ॥ সুস্থ সাংস্কৃতিক চর্চা আন্দোলন, মানবিক বিকাশের মাধ্যম। এ সেøাগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে তিন দিনব্যাপী পার্বত্য বই মেলা শুরু হয়েছে । শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা, ইন্দ্র কুমার চামার সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিয়েছেন সাহিত্যক রতিকান্ত তংচঙ্গা, ডঃ আলোরানী আইজ, ও লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান বিজয় রতন চাকমা প্রমুখ। সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ দীর্ঘ ২২ বছর পর সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে তিন বছরের জন্য সভাপতি পদে সেলিনা বেগম স্বপ্না এমপি, সাধারণ সম্পাদক পদে হাসনা হেনা এবং সাংগঠনিক সম্পাদক পদে সুলতানা রাজিয়া মিলনকে নির্বাচিত করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নুর মহল বেগম, শামিমা ইয়াসমিন রীমা ও ফারজানা সিদ্দিকা অপু। সিরাজগঞ্জ সরকারী কলেজের শেখ কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি সাফিয়া খাতুন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শিরিন রোখসানা। এছাড়াও কেন্দ্রীয় কমিটির ড. জান্নাত আরা হেনরী, নাজমা সালাম, জান্নাতুল বাকিয়া ও তাহমিনা খাতুন বক্তব্য দেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, কেএম হোসেন আলী হাসান সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন। মূর্তিসহ ৫ প্রতারক আটক নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১১ ফেব্রুয়ারি ॥ স্বর্ণের মূর্তির নাম করে পিতলের মূর্তি বিক্রির চেষ্টাকালে নেত্রকোনা ডিবি পুলিশ শনিবার প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় এদের কাছ থেকে তিনটি পিতলের মূর্তি ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলোÑ সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের চাপান গ্রামের গিয়াস উদ্দিন, নারায়ণপুর গ্রামের সোহরাব মিয়া, সিংহের বাংলার সাইফুল ইসলাম, পূর্বধলা উপজেলার দাপুনিয়া গ্রামের তাহের ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বড়ইকান্দি গ্রামের কাশেম। ডিবি পুলিশ জানায়, ওই প্রতারকরা পিতলের মূর্তিগুলোকে স্বর্ণের মূর্তি বলে বিক্রির চেষ্টা করছিল। এরই মধ্যে কয়েকজন তাদের প্রতারণার শিকার হন। মামলার প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মেলাবর গ্রামের দিনমজুর অসহায় আমিনুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন গ্রামবাসী। শনিবার বেলা ১১টায় ইউনিয়নের ক্যামরার বাজারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে ওই গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনের আগে একই স্থানে সংবাদ সম্মেলন করে গ্রামবাসী। বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ ব্যক্তিদের মধ্যে নরেন্দ্রনাথ রায়, বহিউদ্দিন, জবেদ আলী, নাদের হোসেন, আব্দুর রহমান, ইব্রাহিম আলী প্রমুখ। রাবি টিএসসিসি পরিচালকের অপসারণ দাবি রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালকের পদত্যাগ দাবি করেছে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। শনিবার দুপুরে টিএসসিসির নির্মিত ভবন ভেঙ্গে পূর্ণাঙ্গ ভবন নির্মাণের দাবিতে কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর বলেন, টিএসসিসির পরিচালক আমাদের সাংস্কৃতিক কর্মকা-ে প্রতিনিয়ত বাধা দিচ্ছেন। তার কাছ থেকে সহযোগিতামূলক আচরণ পাচ্ছি না। আমরা তার অপসারণ দাবি করছি এবং সংস্কৃতিবান্ধব শিক্ষককে পরিচালক করার দাবি জানাচ্ছি। মানববন্ধনে সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আকাশ কুমারের পরিচালনায় আরও বক্তব্য দেনÑ দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক এসএম আবু বকর, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ কুমার প্রমুখ। জাতীয় আম সেমিনার স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ আমসম্পদের উন্নয়নবিষয়ক জাতীয় সেমিনার শনিবার চাঁপাই ফুড ক্লাবে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মিজান উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন চাঁপাই কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মঞ্জুরুল হুদা। গেস্ট অব অনার ছিলেন এসিআই নির্বাহী পরিচালক ড. এফএইচ আনসারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হামিম রেজা। সেমিনারে আম গবেষক, আমচাষী, আম ব্যবসায়ী, কৃষিবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ আড়াই শ’ প্রতিনিধি উপস্থিত ছিলেন। জাতীয় সেমিনার কমিটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক সাইদুর রহমান। তিন গ্রামে বিদ্যুত সংযোগ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১১ ফেব্রুয়ারি ॥ বিদ্যুতের আলোয় আলোকিত হলো কচুয়ার তিন গ্রামের ৩৫০ গৃহ। শনিবার প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি পালাখাল উত্তর নয়াকান্দি জামে মসজিদ প্রাঙ্গণে চাঁদপুর পল্লী বিদ্যুত সমিতির আওতায় উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের আশার কোটা, নয়াকান্দি ও পালাখাল গ্রামে আনুষ্ঠানিকভাবে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন। এ সময় রাখেনÑ উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, পৌর মেয়র নাজমুল আলম স্বপন কেন্দ্রীয় বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সহ-সম্পাদক এ্যাড. শাহ আলম ইকবাল, ডিজিএম জাকির হোসেন, ঢাকার শাজাহানপুর থানা মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগের সভাপতি দেওয়ান আঃ হালিম, অধ্যাপক মিজান সরকার প্রমুখ। গুণীজন সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১১ ফেব্রুয়ারি ॥ বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার ১৭তম প্রতিষ্ঠাবাষির্কী শনিবার র‌্যালি, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর সেখান থেকে একটি র‌্যালি নিয়ে শহর প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি এবং বিশেষ অতিথির বক্তব্য দেন এমপি ইয়াসীন আলী।
×