ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুই বাংলায় শাওন চৌধুরীর ‘জীবনের খেয়াঘাটে’

প্রকাশিত: ০৫:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০১৭

দুই বাংলায় শাওন চৌধুরীর ‘জীবনের খেয়াঘাটে’

স্টাফ রিপোর্টার ॥ একুশে বইমেলা এবং ভারতে প্রকাশ হয়েছে সঙ্গীতশিল্পী শাওন চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘জীবনের খেয়াঘাটে’। মেলবন্ধন প্রকাশনী থেকে প্রকাশিত এই গ্রন্থে কবির ১০০টি কবিতা রয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। এ প্রসঙ্গে শাওন চৌধুরী বলেন, শৈশবকাল থেকেই আমি সঙ্গীত ও কাব্য চর্চা করি। প্রথম কাব্যগ্রন্থ ‘জীবনের খেয়াঘাটে’ আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ফসল। এটি আমার কাব্যিক নান্দনিকতার মন্থিত নির্যাস। আশা করছি বইয়ের কবিতাগুলো পাঠকের ভাল লাগবে। প্রসঙ্গত একজন সঙ্গীতশিল্পী হিসেবে শাওন চৌধুরীকে সকলে চেনেন। এ পর্যন্ত তার প্রকাশিত একক এ্যালবামের সংখ্যা ৯টি। যার দুটি কলকাতা থেকে প্রকাশিত। ভারতের লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কুমার শানু, অনুরাধা পাডোয়ালসহ দেশ বিদেশের অনেক সঙ্গীতশিল্পীদের সঙ্গেই দ্বৈতসঙ্গীত গেয়েছেন তিনি।
×