ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মূলধন সঙ্কটে জুট স্পিনার্সের উৎপাদন বন্ধ

প্রকাশিত: ০৫:১০, ১২ ফেব্রুয়ারি ২০১৭

মূলধন সঙ্কটে জুট স্পিনার্সের উৎপাদন বন্ধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি মূলধন সঙ্কটে উৎপাদন বন্ধ রয়েছে পাট খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত তথ্যে কোম্পানিটি জানিয়েছে, চলতি মূলধন শূন্য হয়ে যাওয়ায় ২০১৬ সালের ১ জুলাই থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। তবে চলতি মূলধন সংগ্রহ করে আবারো উৎপাদন শুরু করবে তারা। কোম্পানিটি আরও জানিয়েছে, জুট স্পিনার্স শতভাগ রফতানিমুখী প্রতিষ্ঠান। তাদের কারখানা খুলনায় অবস্থিত। বিশ্বব্যাপী আর্থিক মন্দা ও বিশ্ববাজারে কাঁচা পাটের দর অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কারণে চার বছর ধরে লোকসানে রয়েছে কোম্পানি। এ কারণে তাদের চলতি মূলধন শেষ হয়ে গেছে। ফলে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে কোম্পানিটি। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরে জুট স্পিনার্সের নিট লোকসান হয়েছে ৭ কোটি ১৫ লাখ ৬৪ হাজার ৯৬৯ টাকা। ধারাবাহিক লোকসানের কারণে সর্বশেষ বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে পারেনি কোম্পানিটি। বছর শেষে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪২ টাকা ১০ পয়সা, আগের বছর শেয়ার প্রতি লোকসান ১৯ টাকা ৬৯ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) শেয়ার প্রতি ২৩ টাকা ৪৩ পয়সা লোকসান দেখিয়েছে কোম্পানিটি। যেখানে আগের বছর একই সময়ে লোকসান ছিল ১৭ টাকা ২৪ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ১৭০ টাকা ৮৭ পয়সা। ১৯৮৪ সালে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ৩ কোটি ৫০ লাখ ও পরিশোধিত মূলধন ১ কোটি ৭০ লাখ টাকা। নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে এর পুঞ্জীভূত দায় ২৬ কোটি ৭৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৭ লাখ।
×