ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজাকারকে ইসির প্রধান না করা পর্যন্ত বিএনপির মন ভরবে না ॥ ইনু

প্রকাশিত: ০৪:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০১৭

রাজাকারকে ইসির প্রধান না করা পর্যন্ত বিএনপির মন ভরবে না ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১১ ফেব্রুয়ারি ॥ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, যতক্ষণ পর্যন্ত একজন রাজাকারকে নির্বাচন কমিশনের প্রধান না করা হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির মন ভরবে না। নির্বাচন কমিশন গঠনের একদিনের মাথায় কমিশনের কাজ না দেখেই বিএনপি এই নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করে যে বক্তব্য দিয়েছে তা দুর্ভাগ্যজনক ও গণতন্ত্রের জন্য হতাশাজনক। তিনি আরও বলেন, বিএনপির মূল উদ্দেশ্য নির্বাচন নয়, তাদের উদ্দেশ্য হলো একটি উসিলা তৈরি করা, যা দিয়ে তারা বাংলাদেশে অস্বাভাবিক পরিবেশ তৈরি করবে। শনিবার সকালে লংষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসানুল হক ইনু এসব কথা বলেন। তিনি বলেন, সাম্প্রতিককালে বিএনপি কিছুই মানছে না। তারা সংবিধান, আইন-আদালত এমনকি বাংলাদেশ ও মুক্তিযুদ্ধকেও মানে না। তারা বাংলাদেশে অস্বাভাবিক পরিবেশ তৈরি করে নির্বাচন বাধাগ্রস্ত এবং সংবিধান ভুলুণ্ঠিত করতে চায়। নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করে বিএনপি গণতন্ত্র ও নির্বাচনকে তালাক দেয়ার পুরনো চক্রান্তের রাজনীতি পুনরায় শুরু করছে। সাংবাদিক দম্পত্তি সাগর-রুনী হত্যার সুরাহা না হওয়া এবং প্রকৃত দোষীদের বিচারের আওতায় না আনতে পারার ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, আমি এখনও আশাবাদী সাগর-রুনীর প্রকৃত হত্যাকারীরা ধরা পড়বে এবং তাদের বিচারের সম্মুখীন করা হবে।
×