ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায়

ফরিদপুরে ৫ জন অন্যত্র নিহত ৩

প্রকাশিত: ০৮:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০১৭

ফরিদপুরে ৫ জন অন্যত্র নিহত ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ শুক্রবার ফরিদপুর, গাজীপুর ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতের মধ্যে সাবেক সৈনিক ও এসএসসি পরীক্ষার্থী রয়েছে। খবর স্টাফ রিপোর্টারের। নিহতের মধ্যে ফরিদপুরে পাঁচজন, গাজীপুরে সেনাসদস্যসহ ২ জন ও টাঙ্গাইলে এক এসএসসি পরীক্ষার্থী রয়েছে। এসব ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার গজারিয়া নামক স্থানে নড়াইল থেকে ঢাকাগামী হামিদ পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী এক কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়। দুর্ঘটনায় বাসটিতে আগুন ধরে যায়। পরে এই আগুন কভার্ড ভ্যানে ছড়িয়ে পড়লে আগুনে পুড়ে হতাহতের সংখ্যা বেড়ে যায়। নিহতদের কারো পরিচয় এখনো পাওয়া যায়নি। ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম নাসিম জনকণ্ঠকে বলেন, গুরুতর আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই দিন রাতে গাজীপুরে ট্রাক চাপায় ইজিবাইক আরোহী অবসরপ্রাপ্ত এক সৈনিকসহ দু’জন নিহত ও অপর ছয় জন আহত হয়েছে। নিহতরা হলেন গাজীপুর জেলা সদরের পশ্চিম নয়নপুর এলাকার মোঃ আফাজ উদ্দিনের ছেলে এবং ডিজিএফআই হেডকোর্য়াটারের এ্যাডমিন ব্যুরোর সিভিল সেকশনের উচ্চমান সহকারী মোঃ আবু হানিফ আজাদ (৩৪) ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক আনোয়ার (৪২)। টাঙ্গাইলে শুক্রবার ট্রাক চাপায় নাইম রাফি নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়। টাঙ্গাইল-চারাবাড়ি সড়কে ওই দিন দুপুরে এই ঘটনা ঘটে।
×